Advertisement

Jio Air Fiber: ১৪টি OTT প্ল্যাটফর্ম, ২৫০-র উপর ফ্রি চ্যানেল, আর কী কী থাকছে Jio AirFiber-এ?

বাজারে আসতে চলেছে JIO Air Fiber-এর সবচেয়ে সস্তার প্ল্যান। এই পরিষেবাটির সুবিধা এবং অসুবিধা রয়েছে। Jio AirFiber পরিষেবা চালু হওয়ার সাথে সাথে অনেকের মনে বিভ্রান্তি রয়েছে। প্রথম বিভ্রান্তি হল এই পরিষেবাটি Jio Fiber থেকে আলাদা কিনা বা দুটির মধ্যে পার্থক্য কী। এটি JioFi থেকে কতটা আলাদা? 

জিও এয়ারফাইবার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Sep 2023,
  • अपडेटेड 6:26 PM IST

বাজারে আসতে চলেছে JIO Air Fiber-এর সবচেয়ে সস্তার প্ল্যান। এই পরিষেবাটির সুবিধা এবং অসুবিধা রয়েছে। Jio AirFiber পরিষেবা চালু হওয়ার সাথে সাথে অনেকের মনে বিভ্রান্তি রয়েছে। প্রথম বিভ্রান্তি হল এই পরিষেবাটি Jio Fiber থেকে আলাদা কিনা বা দুটির মধ্যে পার্থক্য কী। এটি JioFi থেকে কতটা আলাদা? 
 

Jio AirFiber কী? 
Jio AirFiber হল একটি ইন্টারনেট পরিষেবা যা আপনার বাড়ি এবং ব্যবসার অভিজ্ঞতাকে বদলে দিতে পারে৷ এটি টিভি এবং ব্রডব্যান্ড ব্যবহারকারীদের নিজেদের আপগ্রেড করার সুযোগ দেয়, যাতে তারা একটি একক পরিকল্পনায় উচ্চ-গতির ইন্টারনেট, টিভি চ্যানেল এবং অন্যান্য অনেক সুবিধা পেতে পারে।  
 

এটা কিভাবে JioFiber থেকে আলাদা? 
প্রকৃতপক্ষে, উভয় পরিষেবার নাম এবং ফাংশন একই রকম। অর্থাৎ উভয় ক্ষেত্রেই আপনি উচ্চ-গতির ইন্টারনেট, টিভি চ্যানেল, ওটিটি এবং অন্যান্য সুবিধা পাবেন। তারপর প্রশ্ন আসে যে তারা কীভাবে একে অপরের থেকে আলাদা? তাদের সবচেয়ে বড় পার্থক্য হল তাদের সেবার মাধ্যম। যেখানে আপনি Jio AirFiber-এ ওয়্যারলেস কানেক্টিভিটি পাবেন। যেখানে JioFiber-এ আপনি তারযুক্ত সংযোগ পাবেন। উভয় পরিষেবাতেই আপনি 1Gbps পর্যন্ত গতি পাবেন।  
 

কী কী সুবিধা পাওয়া যাবে এই প্ল্যানে?
আনলিমিটেড ডেটা, সাড়ে পাঁচশোর ওপর চ্যানেল ফ্রি। ভারতে চালু হয়েছে JIO Air Fiber। সবচেয়ে সস্তার প্ল্যানে প্রচুর সুবিধা পাওয়া যাচ্ছে। তিনটি প্ল্যান রয়েছে। JIO AirFibaer-এর পাশাপাশি JIO AirFiber Max-এর আরও দু’টি প্ল্যান রয়েছে। এর মধ্যে সবচেয়ে সস্তার প্ল্যান পাওয়া যাবে মাত্র ৫৯৯ টাকায়। ৩০ Mbps স্পিডে আনলিমিটেড ইন্টারনেট পাওয়ার সুবিধা রয়েছে এই ৫৯৯ টাকার প্ল্যানে। ভয়েজ কলের সুবিধাও পাওয়া যাবে এই প্ল্যানে। এখন JIO Giga ফাইবারে ওয়াইফাই এলাকার মধ্যে থাকলে ল্যান্ডলাইনও ব্যবহার করতে পারবেন। জিও-র অফিশিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, এই প্ল্যানে পরিবারের বাকি সদস্যদের জন্যও দারুণ সুবিধা থাকবে। ৫৫০টিরও বেশি টিভি চ্যানেল দেখতে পাবেন। এর সঙ্গে বিভিন্ন OTT সাবস্ক্রিপশনও থাকছে। তালিকায় রয়েছে Disney+Hoystar, Sony LIV, Zee5-এর সাবক্রিপশন।

Advertisement


মোট ১৬টি ওটিটি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এর মধ্যে আবার রয়েছে amazon prime-এর সাবস্ক্রিপশনও। AirFiber Max-এর প্রাথমিক প্ল্যান ১৪৯৯ টাকার, এর সঙ্গে অতিরিক্ত GST-ও দিতে হবে। ব্যবহারকারীদের ৬ অথবা ১২ মাসের প্ল্যান নিতে হবে।
AirFiber Max-এর প্ল্যানে ৩০০ Mbps স্পিড পাওয়া যাবে। সঙ্গে আনলিমিটেড ডেটা ও ফ্রি ভয়েজ কলও পাওয়া যাবে।
  
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement