Advertisement

মাত্র 3333 টাকায় Pixel ফোন, Google আনল সেরা অফার

অনেকেই এখন Google Pixel ফোনের দিওয়ানা। কারণ, এই ফোনের ক্যামেরা দারুণ। পাশাপাশি পারফর্ম্যান্সও সেরার সেরা। তাই অনেকেই নতুন পিক্সেল ফোন কিনে ফেলতে চান। আর এই সব মানুষের জন্য দারুণ খবর এনেছে গুগল। তাদের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে আপগ্রেড প্রোগ্রাম। এই অফারে নতুন আইফোন কেনা যাবে। আরও নির্দিষ্ট করে বললে গুগল পিক্সেল ১০ সিরিজের ফোন কেনা যাবে। মাসিক কিস্তিতেই পাওয়া যাবে ফোন।

গুগল পিক্সেলগুগল পিক্সেল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Dec 2025,
  • अपडेटेड 2:07 PM IST
  • অনেকেই এখন Google Pixel ফোনের দিওয়ানা
  • এই ফোনের ক্যামেরা দারুণ
  • পাশাপাশি পারফর্ম্যান্সও সেরার সেরা

অনেকেই এখন Google Pixel ফোনের দিওয়ানা। কারণ, এই ফোনের ক্যামেরা দারুণ। পাশাপাশি পারফর্ম্যান্সও সেরার সেরা। তাই অনেকেই নতুন পিক্সেল ফোন কিনে ফেলতে চান। আর এই সব মানুষের জন্য দারুণ খবর এনেছে গুগল। তাদের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে আপগ্রেড প্রোগ্রাম। এই অফারে নতুন আইফোন কেনা যাবে। আরও নির্দিষ্ট করে বললে গুগল পিক্সেল ১০ সিরিজের ফোন কেনা যাবে। মাসিক কিস্তিতেই পাওয়া যাবে ফোন।

এই অফারে মাসিক মাত্র ৩৩৩৩ টাকায় ফোন মিলবে। এক্ষেত্রে মাত্র ৯টা ইএমআই দিলেই ফোন হয়ে যাবে আপনার। তবে সব ফোনের ইএমআই কিন্তু ৩৩৩৩ টাকা নয়। বরং ফোন অনুযায়ী ইএমআই বদলে যাবে। 

কী এই অফার? 
এই অফারের মাধ্যমে নতুন পিক্সেল ফোন আপগ্রেড করার কথা বলা হয়েছে। এর সহজ অর্থ হল, আপনি নিজের পুরনো পিক্সেল দিয়ে নতুন ফোন কিনে নিতে পারেন। এর মাধ্যমে নতুন পিক্সেল ফোন কিনে নিতে পারবেন।

এই অফারে খুব বেশি খরচ করে ফোন কিনতে হবে না। তার বদলে কম টাকাতেই পাবেন ফোন। তাই গুগলের পক্ষ থেকে একটি ব্লগ পোস্টও করা হয়েছে। এই অফারের অধীনে আপনি পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো, পিক্সেল ১০ প্রো এক্সেল বা পিক্সেল প্রো ফোল্ড কিনতে পারবেন।

কীভাবে পাবেন অফার? 
আপনাকে দ্রুত নিজের আশপাশের স্টোরে যেতে হবে। সেখানে গিয়ে আপনি নিতে পারেন এই অফারের সুবিধা। এক্ষেত্রে ২৪ মাসের নো কস্ট ইএমআই-এর সুবিধা পাবেন। তবে তার আগে আপনাকে পিক্সেল আপগ্রেড প্রোগ্রামে অংশ নিতে হবে।

মাথায় রাখতে হবে এই সুবিধা নিতে চাইলে আপনাকে ন্যূনতম ৯টা ইএমআই দিতেই হবে। তারপর আপগ্রেড অপশন নিলে ক্যাশিফাই বাকি থাকা ইএমআই দিয়ে দেবে।

তাই যারা এখনই ফোন কিনতে চাইছেন, তারা অবশ্যই এই অফারটার সুযোগ নিতে পারেন। ব্যাস, তাহলেই অনেক কম টাকায় পিক্সেল ফোন কিনে ফেলতে পারবেন।

Advertisement

মাথায় রাখবেন, এখন পিক্সেল ফোনের বিরাট চাহিদা। অনেকে স্যামসং বা আইফোনের বদলে পিক্সেল কিনছেন। এর পারফর্ম্যান্স খুব ভাল বলেই এতটা চাহিদা বাড়ছে। তবে কোনও ফোন কেনার আগে বাজেট মাথায় রাখা জরুরি। সেই মতোই ফোন কিনুন। নিজের বাজেট ছাড়িয়ে কিনবেন না। তাতেই খেলা ঘুরে যাবে। হাতে থাকবে টাকা।  

 

 

Read more!
Advertisement
Advertisement