Advertisement

Aadhaar কার্ডে ঠিকানা, মোবাইল নম্বর নিয়ে বড় আপডেট, নয়া App আসছে

সাধারণতন্ত্র দিবসের দু'দিন পরেই নতুন আধার অ্যাপ লঞ্চ করতে চলেছে কেন্দ্র। ২৮ জানুয়ারি নতুন আধার অ্যাপের ফুল ভার্সন চালু করা হবে বলে জানানো হয়েছে।

নতুন আধার অ্যাপ লঞ্চ করতে চলেছে কেন্দ্রনতুন আধার অ্যাপ লঞ্চ করতে চলেছে কেন্দ্র
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jan 2026,
  • अपडेटेड 3:44 PM IST
  • সাধারণতন্ত্র দিবসের দু'দিন পরেই নতুন আধার অ্যাপ লঞ্চ করতে চলেছে কেন্দ্র।
  • ২৮ জানুয়ারি নতুন আধার অ্যাপের ফুল ভার্সন চালু করা হবে বলে জানানো হয়েছে।
  • নতুন এই অ্যাপে ইউজাররা অসংখ্য সুযোগ সুবিধা পাবেন।

সাধারণতন্ত্র দিবসের দু'দিন পরেই নতুন আধার অ্যাপ লঞ্চ করতে চলেছে কেন্দ্র। ২৮ জানুয়ারি নতুন আধার অ্যাপের ফুল ভার্সন চালু করা হবে বলে জানানো হয়েছে। UIDAI-এর তরফে এক্স হ্যান্ডেলে এই তথ্য পোস্ট করা হয়েছে। নতুন এই অ্যাপে ইউজাররা অসংখ্য সুযোগ সুবিধা পাবেন। 

UIDAI-এর তরফে বলা হয়েছে, নতুন অ্যাপ ব্যবহারকারীদের আর আধার কার্ডের ফটোকপি নিয়ে ঘোরার প্রয়োজন পড়বে না। পাশাপাশি এই অ্যাপের সাহায্যে ঘরে বসেই আধারে রেজিস্টার করা মোবাইল নম্বর এবং ঠিকানা পরিবর্তন করা যাবে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, নতুন এই অ্যাপে আরও কিছু ফিচার লোড করা হয়েছে। তবে সেগুলির বিষয়ে জানতে ২৮ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

UIDAI একটি পোস্টে বলা হয়েছে, এই অ্যাপে প্রাইভেসির উপর জোর দেওয়া হয়েছে। পোস্টে একটি গানের কনসার্টের উদাহরণ টেনে UIDAI জানিয়েছে, গানের কনসার্টে যদি ঢুকতে হয়, তাহলে সেখানে ব্যক্তিগত তথ্যই কেন শেয়ার হবে? শুধুমাত্র যেটুকু দরকার সেটুকু তথ্য শেয়ার করলেই চলবে।

নতুন আধার অ্যাপ ব্যবহারকারীদের মোবাইল ফোনের মাধ্যমে নিজেদের পরিচয় জানাতে এবং অন্য ব্যক্তিগত তথ্য গোপন করার সুযোগ এনে দেবে। ফলে এরপর থেকে আধার কার্ড বা আধার জেরক্স নিয়ে  সব জায়গায় যাওয়ার প্রয়োজন পড়বে না।

নতুন আধার অ্যাপ কী ভাবে ব্যবহার করবেন?

নতুন আধার অ্যাপ ইনস্টল করার পরে আধারে রেজিস্টার নম্বর দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে ইউজাররা নিজেদের আধার কার্ড দেখতে পাবেন। এমনকি প্রয়োজনে এখান থেকে আধার কার্ড শেয়ারও করা যাবে। শেয়ার করার সময় ব্যক্তিগত তথ্য গোপন করার অপশন দেওয়া হয়েছে।

নতুন আধার অ্যাপের মাধ্যমে ঘরে বসেই রেজিস্টার থাকা মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে। একইসঙ্গে বদল করা যাবে ঠিকানাও। আগে ওয়েবসাইটের মাধ্যমে এই ঠিকানা বদল করা যেত। এবার ২৮ জানুয়ারি থেকে সেই সুবিধা মিলবে অ্যাপেও। 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement