Advertisement

Nokia 2760 flip: জলের দরে জোড়া ডিসপ্লে, ক্যামেরা নিয়ে ফিরল নোকিয়া ২৭৬০ ফ্লিপ

নোকিয়া ফোনের সঙ্গে জড়িয়ে রয়েছে নস্টালজিয়া। সেই নস্টালজিয়াকে ফিরিয়ে আনল এইচএমডি গ্লোবাল (HMD Global)।

Nokia 2760 Flip-কে বাজারে ফেরাল HMD Global।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Mar 2022,
  • अपडेटेड 1:43 PM IST
  • বাজারে ফিরে এসেছে নোকিয়া ২৭৬০ ফ্লিপ।
  • ভারতীয় মুদ্রায় ১৫০০ টাকায় মিলছে।
  • ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

বাজার ধরতে নস্টালজিয়াকে ব্যবহার করছে এইচএমডি গ্লোবাল (HMD Global)। নোকিয়ার পুরনো মডেল (Nokia Old Model) বাজারে এনেছে সংস্থা। তাদের হাত ধরে ফিরে এসেছে নোকিয়া ২৭৬০ ফ্লিপ (Nokia 2760 Flip)। দামও সাধ্যের মধ্য়েই।

নোকিয়া ২৭৬০ ফ্লিপ (Nokia 2760 Flip) নাম থেকে স্পষ্ট মোবাইল  ক্ল্যামশেল ডিজাইনের। পুরনো মডেল হলেও হালের প্রযুক্তি রয়েছে এই ফোনে। প্রাথমিক কলিং ছাড়া ক্যামেরা, ক্যালকুলেটর, অ্যালার্ম ও কিছু বেসিক অ্যাপ দেওয়া হয়েছে। 

এই ফোনে রয়েছে ২.৮৩ ইঞ্চির ইন্টারনাল এলসিডি স্ক্রিন। এছাড়া এক্সটারনাল স্ক্রিন ১.৭৭ ইঞ্চির। এই ডিভাইসে 1.3GHz কোয়াড কোর প্রসেসর রয়েছে। ফোন আছে 4GB-র ইন্টারনাল মেমরি। 
                      
ছবি তোলার জন্য Nokia 2760 Flip-এ রয়েছে ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। সঙ্গে সেন্সর ফ্ল্যাশ। সেই সঙ্গে ফোন রয়েছে ইমেল, ওয়েব ব্রাউজিং ও অন্যান্য প্রিলোডেড অ্যাপ। 

সংস্থার দাবি, ৩.৮ ঘণ্টা টক টাইম পাবেন গ্রাহকরা। একবার চার্জ দিলে ১৮ ঘণ্টা স্ট্যান্ডবাই থাকে। ডিভাইসটি দেখতে আকর্ষণীয়। এবং বড় বটন থাকায় প্রবীণদের ব্যবহারে উপযোগী। কালো রঙেই পাওয়া যাচ্ছে ফোনটি।         

আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হচ্ছে ফোনটি। তবে ভারতে কবে আসবে তা এখনও জানায়নি সংস্থা। এর দাম মাত্র ১৯ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১৫০০ টাকা। 

আরও পড়ুন- যখন খুশি ঠান্ডা-গরম! মাত্র ১৪০০ টাকায় কিনুন মিনি ফ্রিজ

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement