লঞ্চ হওয়ার আগেই প্রকাশ্যে এল Oppo K10-এর স্পেসিফিকেশান। এমনকি প্রকাশ্যে এসেছে ফোনের ফার্স্টলুক এবং ফিচার্সও। আগামী 23 মার্চ লঞ্চ হওয়ার কথা ফোনটির। ইতিমধ্যেই সংস্থার তরফে বেশকয়েকটি ফিচার্সকে নিশ্চিত করা হয়েছে। এই ফোনে থাকতে পারে Snapdragon 680 প্রসেসার। এছাড়াও থাকতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট-আপ ও পাঞ্চ হোল ডিভাইস। চলুন জেনে নেওয়া যাক এতে বিশেষ কী কী রয়েছে।
কতো হতে পারে Oppo K10-এর দাম?
ফোনের দাম নিশ্চিতভাবে তো লঞ্চ ইভেন্টে ঘোষণা করা হবে। তবে রিপোর্ট অনুযায়ী এর দাম 20 হাজার টাকা বাজেটের মধ্যে হতে পারে। সংস্থার তথ্য অনুযায়ী এটি 23 মার্চ লঞ্চ হবে এবং 29 মার্চ থেকে বিক্রি হবে।
জেনে নিন বিস্তারিত ফিচার্স
91 মোবাইলের তথ্য অনুযায়ী, Oppo K10-এ থাকতে পারে অ্যান্ড্রয়েড 11 বেসড ColorOS 11.1। এছাড়াও থাকতে পারে 6.5-inch Full HD+ LCD স্ক্রিন। এর রিফ্রেশ রেট 90Hz। তাছাড়া Qualcomm Snapdragon 680 প্রসেসার এবং 6GB RAM ও 128GB স্টোরেজও থাকতে পারে ফেনটিতে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজটি বাড়ানোও যাবে। পাশাপাশি ফোনটিতে থাকতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট-আপ, যার প্রাইমারি লেন্স 50MP তাছাড়া রয়েছে 2MP + 2MP আরও দুটি লেন্স। এর সেলফি ক্যামেরা 16MP।
ফেনটির ব্যাটারি 5000mAh। রয়েছে 33W চার্জিং সাপোর্ট। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হতে পারে বলে খবর পাওয়া গিয়েছে।
আরও পড়ুন - গরমে ডায়েটে রাখুন এই ৮ জিনিস, শরীর থাকবে সুস্থ ও তরতাজা