Advertisement

ভারতের জন্য OPPO-র দীপাবলি অফার, ইচ্ছেমতো রং বদলাবে এই ফোন

এই রঙ পরিবর্তনের প্রযুক্তির নাম GlowShift। যখন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে, তখন ফোনটি কালো রঙের দেখায়। আর তাপমাত্রা বেড়ে ৩৫ ডিগ্রির বেশি হলে ফোনের রং হয়ে যায় সোনালি। কমপক্ষে ১০,০০০ বার এভাবে রং বদলাতে পারে, এমনটাই দাবি করেছে OPPO।

ভারতের জন্য OPPO-র দীপাবলি অফার, ইচ্ছেমতো রঙ বদলাবে এই ফোনভারতের জন্য OPPO-র দীপাবলি অফার, ইচ্ছেমতো রঙ বদলাবে এই ফোন
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 03 Oct 2025,
  • अपडेटेड 6:03 PM IST

OPPO ভারতের বাজারকে মাথায় রেখে বিশ্বজুড়ে প্রথম রঙ বদলাতে সক্ষম স্মার্টফোন Reno14 5G Diwali Edition আনল। এই ফোনটিতে রয়েছে এমন এক বিশেষ প্রযুক্তি, যা তাপমাত্রার সঙ্গে সঙ্গে ফোনের রং বদলে দিতে পারে।

ফোনের ব্যাক প্যানেলে মণ্ডলা আর্ট খোদাই করা হয়েছে, যা ভারতের প্রাচীন ঐতিহ্য ও উৎসবকে তুলে ধরে। পিছনের দিকে রয়েছে ময়ূরের পালক এবং চারপাশে প্রদীপের মতো নকশা, যা দীপাবলির আবহ তৈরি করেছে।

এই রঙ পরিবর্তনের প্রযুক্তির নাম GlowShift। যখন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে, তখন ফোনটি কালো রঙের দেখায়। আর তাপমাত্রা বেড়ে ৩৫ ডিগ্রির বেশি হলে ফোনের রং হয়ে যায় সোনালি। কমপক্ষে ১০,০০০ বার এভাবে রং বদলাতে পারে, এমনটাই দাবি করেছে OPPO।

আরও পড়ুন

Reno14 Diwali Edition ফোনটিতে ব্যবহৃত হয়েছে MediaTek Dimensity 8350 চিপসেট, যা আগের প্রজন্মের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি পারফরম্যান্স এবং ৩০ শতাংশ বেশি ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। ফোনে রয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াট SUPERVOOC ফাস্ট চার্জিং সুবিধা।

ক্যামেরা সেটআপও যথেষ্ট শক্তিশালী। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের ৩.৫x টেলিফটো লেন্স এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড সেন্সর। সেলফির জন্য দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ভিডিওর ক্ষেত্রেও রয়েছে 4K HDR (৬০fps) রেকর্ডিংয়ের সুবিধা। ক্যামেরায় আরও আছে AI Editor 2.0, AI Recompose, AI Perfect Shot এবং AI Eraser-এর মতো নানা আধুনিক ফিচার।

ফোনটির স্ক্রিন ৬.৫৯ ইঞ্চির AMOLED ডিসপ্লে, যেখানে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১২০০ নিটস ব্রাইটনেস। গঠনেও ফোনটি যথেষ্ট উন্নত। ব্যবহার করা হয়েছে aerospace-grade অ্যালুমিনিয়াম ফ্রেম, Corning Gorilla Glass 7i এবং All‑Round Armour প্রযুক্তি, যা ফোনকে ঝাঁকুনি, পড়া কিংবা ঘর্ষণ থেকে রক্ষা করতে সাহায্য করবে।

ফোনটি ধুলো ও জল প্রতিরোধে IP66, IP68 ও IP69 সার্টিফিকেশনে সুরক্ষিত। ফোনটির পুরুত্ব মাত্র ৭.৪২ মিমি এবং ওজন ১৮৭ গ্রাম। এই ফোনের ৮ জিবি RAM ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ৩৯,৯৯৯ টাকা। তবে দীপাবলির বিশেষ অফারে ফোনটি পাওয়া যাবে ৩৬,৯৯৯ টাকায়। এটি কেনা যাবে OPPO-র অফিশিয়াল ই-স্টোর, Flipkart, Amazon এবং দেশের বিভিন্ন রিটেল স্টোর থেকে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement