লঞ্চ হল Realme V20 5G। এটি V সিরিজের Realme-এর সর্বশেষ স্মার্টফোন। সেলফি এবং ভিডিও কলের জন্য এটির সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। আর এর পিছনে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ।
Realme V20 5G-এর স্পেসিফিকেশান ও ফিচার
Realme V20 5G-তে রয়েছে 6.5-ইঞ্চি LCD স্ক্রিন রয়েছে। এটি HD+ রেজোলিউশন যুক্ত। এর পিক্সেল রেজোলিউশন 720 x 1600। এই স্মার্টফোনটিতে কোম্পানি MediaTek Dimensity 700 প্রসেসর দিয়েছে।
Realme V20 5G-তে 4GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। তবে এতে Android 12 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে নাকি এটি পুরানো Android 11 অপারেটিং সিস্টেমে কাজ করবে তা এখনও স্পষ্ট নয়।
এই স্মার্টফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর প্রাইমারি ক্যামেরা 13-মেগাপিক্সেল। এর সঙ্গে একটি 0.3-মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরাও রয়েছে। ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 5-মেগাপিক্সেল ক্যামেরাও দেওয়া হয়েছে।
এই ডিভাইসে নিরাপত্তার জন্য কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই। এতে রয়েছে 5,000mAh ব্যাটারি। এটি 10W চার্জিং সমর্থন করে। এতে একটি 3.5mm অডিও জ্যাকও রয়েছে। ফোনটির ওজন 184 গ্রাম।
দাম কত?
Realme V20 5G চিনে লঞ্চ হয়েছে। কোম্পানির ভি-সিরিজের স্মার্টফোনটি চিনের বাইরে বিক্রি হচ্ছে না। এর দাম 999 Yuan অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 11,500 টাকা। এটি স্টার ব্লু এবং ক্লাউড ব্ল্যাক কালার অপশনে আনা হয়েছে।
আরও পড়ুন - পানিহাটির দণ্ড মহোৎসব কী-কোন দেবতার পুজো হয়? জানুন