Advertisement

Samsung Galaxy S24: ৭৪০০০ টাকার ফোন এখন ৩৫০০০-এ, Samsung Flagship হ্যান্ডসেটে সেরা অফার

এই স্মার্টফোনটিতে এখন ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে ৩৫ হাজার টাকা। পাশাপাশি আপনি ব্যাঙ্ক অফারের মাধ্যমে আরও ৪ হাজার টাকার লাভ পাবেন। এক্ষেত্রে কিছু নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে ক্যাশব্যাক মিলবে। যার ফলে ফোনটি পাবেন ৩৫,৯৯৯ টাকায়।

স্যামসং-এর Galaxy S24স্যামসং-এর Galaxy S24
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 30 Oct 2025,
  • अपडेटेड 12:24 PM IST
  • ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে ৩৫ হাজার টাকা
  • কিছু নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে ক্যাশব্যাক মিলবে
  • যার ফলে ফোনটি পাবেন ৩৫,৯৯৯ টাকায়

এখন অনেকেই মোটামুটি বাজেটে একটা ভাল ফোন চান। যেই ফোনে ক্যামেরা থেকে পারফর্মেন্স, সবই থাকবে সেরা। আর এমনই একটা ফোনের খোঁজ দেব আজ। এই ফোনটির আসল দাম ৭৪,৯৯৯ টাকা। তবে এখন আপনি হাফ দামে এই ফোনটি কিনতে পারবেন। এর দাম এখন দাঁড়িয়েছে ৩৯,৯৯৯ টাকা। তার উপর মিলবে ব্যাঙ্ক অফার। ভাবছেন কোন ফোনের কথা বলছি? তাহলে শুনুন, কথা হচ্ছে Samsung Galaxy S24 5G নিয়ে। এই ফোনটি এখন ৩৯,৯৯৯ টাকায় মিলছে Flipkart-এ।

কত টাকা ডিসকাউন্টে মিলছে এই ফোন?

এই স্মার্টফোনটিতে এখন ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে ৩৫ হাজার টাকা। পাশাপাশি আপনি ব্যাঙ্ক অফারের মাধ্যমে আরও ৪ হাজার টাকার লাভ পাবেন। এক্ষেত্রে কিছু নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে ক্যাশব্যাক মিলবে। যার ফলে ফোনটি পাবেন ৩৫,৯৯৯ টাকায়।

দারুণ ফোন

টেক জায়েন্ট স্যামসাংয়ের এই ফোনে অসাধারণ কিছু ফিচার রয়েছে। এতে পাবেন ৮জিবি ব়্যাম। পাশাপাশি ১২৮জিবি এর স্টোরেজও মিলবে। যাতে অনায়াসে অনেক ফটো এবং অ্যাপ রাখতে পারবেন।

তবে কেউ যদি এই স্টোরেজে সন্তুষ্ট না হন, তাদের জন্য অন্য ভ্যারিয়েন্টও রয়েছে। অবশ্যই সেটির দাম কিছুটা বেশি। ২৫৬জিবি ভ্যারিয়েন্টটি পাবেন ৪৪,৯৯৯ টাকা। তবে আপনি এটাতেও ৪ হাজার টাকার ডিসকাউন্ট পাবেন।

ফোনের স্ক্রিন নিয়ে কথা হবে না

Samsung Galaxy S24 ফোনটিতে 6.2-inch Dynamic LTPO AMOLED স্ক্রিন রয়েছে। এটির রিফ্রেশ রেট ১২০ হার্জ। যার ফলে এটাতে কোনও ভাল ভিডিও দেখার আলাদাই অভিজ্ঞতা হতে পারে। পাশাপাশি ১২০হার্জ রিফ্রেশ রেট থাকায় গেম খেলার সময়ও কোনও অসুবিধা হবে না।

এছাড়া এই ফোনের স্ক্রিন Gorilla Glass Victus 2 দ্বারা সুরক্ষিত। ফলে এটি হাত থেকে পড়ে গেলেও ক্ষতির আশঙ্কা কিছুটা কম।

Android কত চলছে?

এই ফোনে রয়েছে Android 14। তবে চিন্তা নেই, ২০৩১ সাল পর্যন্ত এই ফোনে আপডেট পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। তাই চিন্তা নেই।

Advertisement

আর যা যা ফিচার রয়েছে

এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। পাশাপাশি এটিতে 50MP + 10MP + 12MP ট্রিপল ক্যামেরা ফিচারও পাবেন। এছাড়া সামনে মিলবে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

শুধু তাই নয়, এই ফোনে পাবেন 4000mAh ব্যাটারি। পাশাপাশি ফোনটি 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তাই কেউ যদি এমন একটি হাই ফিচার যুক্ত ফোন কিনতে চান, তাহলে একবার ফ্লিপকার্টে দেখতে পারেন।

Read more!
Advertisement
Advertisement