Advertisement

৬০ হাজার টাকা ডিসকাউন্টে Samsung Galaxy S24 Ultra 5G, দুর্দান্ত অফার

এই সেলে Samsung Galaxy S24 Ultra 5G ফোনটির দাম ডিসকাউন্টে কয়েক হাজার টাকা কমে গিয়েছে। বর্তমানে ফোনটির দাম অনেকটাই কমেছে। ১২ জিবি ব়্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ফোনটি দাম কমে হয়েছে ৭৪,৯৯৯ টাকা

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 04 Oct 2025,
  • अपडेटेड 12:53 PM IST
  • ফোনটি কেনার ক্ষেত্রে ৬০ হাজার টাকার লাভ হচ্ছে
  • ফোনটির দাম কমে হয়েছে ৭৪,৯৯৯ টাকা
  • ফোনটির রয়েছে ৬.৮ ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে

Amazon-এ চলছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল। এই সেলেই খুব কম দামে বিক্রি হচ্ছে একাধিক মোবাইল। 

জানলে অবাক হয়ে যাবেন, এই সেলে Samsung Galaxy S24 Ultra 5G ফোনটির দাম ডিসকাউন্টে ৬০ হাজার টাকা কমে গিয়েছে। 

গত বছর লঞ্চ করে ফোনটি
এই ফোনটি খুব বেশি পুরনো নয়। গত বছরই ফোনটি লঞ্চ করে। এটি স্যামসাংয়ের একটি ফ্ল্যাগশিপ ফোন। এতে রয়েছে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। পাশাপাশি ফোনটিতে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরও পাবেন। আর এই প্রসেসরটি অত্যন্ত শক্তিশালী। তাই ফোনটির অফার সম্পর্কে আরও বিশদে জেনে নিন।

কত দামে বিক্রি হচ্ছে? 
সেলে অনেকটাই দাম কমেছে Samsung Galaxy S24 Ultra 5G-এর। গত বছর জানুয়ারিতে এই ফোনটি লঞ্চ করে ১,৩৪,৯৯৯ টাকায়। তারপর ফোনটির দাম কমে হয় ১,২৯,৯৯৯ টাকা। 

যদিও বর্তমানে ফোনটির দাম অনেকটাই কমেছে। ১২ জিবি ব়্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ফোনটির দাম কমে হয়েছে ৭৪,৯৯৯ টাকা। এই ফোনটিতে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ক্যাশব্যাকও মিলছে। সবমিলিয়ে ফোনটি কেনার ক্ষেত্রে ৬০ হাজার টাকার লাভ হচ্ছে। 

এখানেই শেষ নয়, এই ফোনটি কেনার সময় পুরনো ফোন এক্সচেঞ্জও করতে পারেন। যার ফলে আরও কিছুটা ডিসকাউন্ট মিলবে বলে মনে করা হচ্ছে। 

কী স্পেসিফিকেশন রয়েছে? 
Samsung Galaxy S24 Ultra 5G-ফোনটির রয়েছে ৬.৮ ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে। শুধু তাই নয়, এই ফোনের স্ক্রিন ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে স্ক্রিন প্রোটেকশনের জন্য রয়েছে গরিলা অরমর। এছাড়া এই ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। 

এই হ্যান্ডসেটে আপনি ওয়ানইউআই বেসড অ্যান্ড্ররয়েড ১৪ পাবেন। ফোনটিতে মিলবে ৭ বছরের অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেটস।  

নজরকাড়া ক্যামেরা
এই ফোনের রয়েছে নজরকাড়া ক্যামেরা। এতে ২০০MP+১০MP+৫০MP+১২MP রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়া ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে ফোনটিতে।

এই ফোনে উপস্থিত ৫ হাজার mAh ব্যাটারি। ফোনটি ৪৫W চার্জিং এবং ১৫W ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে। এছাড়া ফোনটিতে ফ্রিঙ্গারপ্রিন্ট সেনসরও রয়েছে। 

Advertisement

তাই চাইলে আপনি এই হাই এন্ড ফোনটি কিনে নিতেই পারেন। 

ও দিকে কম দামে বিকোচ্ছে iPhone

Amazon Great India Sale-এ iPhone 15-এর দাম কমেছে। এর মাধ্যমে আপনি ৫০ হাজারেরও কম টাকায় কিনতে পারবেন ফোনটি। 

আসলে ২ বছর আগে লঞ্চ হয় iPhone 15। তখন ফোনটির টপ ভ্যারিয়েন্টের দাম ১ লক্ষের বেশি ছিল। যদিও বর্তমানে সেলে ফোনটি অনেক কম দামে বিক্রি হচ্ছে।

 

Read more!
Advertisement
Advertisement