Advertisement

Smart LED Bulb : শুধু আলো নয় এই বাল্বে শোনা যাবে মিউজিকও, দাম আপনার নাগালের মধ্যেই

এই বাল্ব অনলাইন বা অফলাইন দু'ধরণের প্ল্যাটফর্ম থেকেই কেনা যায়। বিভিন্ন ওয়াটের পাওয়া যাচ্ছে এই Smart LED Bulb। ৪০০ টাকার প্রারম্ভিক দামে কেনা যাবে এই  বাল্ব। এছাড়ও এতে মিলছে ব্যাঙ্ক অফার। যার জেরে আরও সস্তায় কেনা যাবে এই বাল্বটি। সংস্থার দাবি, এর রং মুড অনুযায়ী পরিবর্তন করা যায়। অর্থাৎ পৃথক পৃথক মুডের জন্য আলাদা আলাদা রং সেট করা যাবে। 

Smart LED Bulb (ছবি সূত্র-অ্যামাজন)
Aajtak Bangla
  • দিল্লি,
  • 19 Sep 2022,
  • अपडेटेड 2:21 PM IST
  • স্মার্ট এলইডি বাল্ব
  • শোনা যাবে মিউজিকও
  • জেনে নিন দাম

প্রযুক্তি উন্নত হচ্ছে, উন্নত হচ্ছে গ্যাজেটস। পিছিয়ে নেই LED Bulb-ও। বর্তমানে বাজারে এমন  LED Bulb পাওয়া যাচ্ছে যেগুলি রিমোট বা ভয়েস কন্ট্রোলের মাধ্যমে অপারেট করা যায়। এছাড়া থাকছে ইনবিল্ড স্পিকারও। যার জেরে আলোর পাশাপাশি শোনা যাবে সঙ্গীতও। এর দামও খুব বেশি নয়। তাছাড়াও এতে দেওয়া হচ্ছে ব্যাপক ছাড়। 

মিলছে ব্যাঙ্ক অফার
এই বাল্ব অনলাইন বা অফলাইন দু'ধরণের প্ল্যাটফর্ম থেকেই কেনা যায়। বিভিন্ন ওয়াটের পাওয়া যাচ্ছে এই Smart LED Bulb। ৪০০ টাকার প্রারম্ভিক দামে কেনা যাবে এই  বাল্ব। এছাড়ও এতে মিলছে ব্যাঙ্ক অফার। যার জেরে আরও সস্তায় কেনা যাবে এই বাল্বটি। সংস্থার দাবি, এর রং মুড অনুযায়ী পরিবর্তন করা যায়। অর্থাৎ পৃথক পৃথক মুডের জন্য আলাদা আলাদা রং সেট করা যাবে। 

লাগানো যাবে সাধারণ হোল্ডারেই
রিমোটের মাধ্যমে এই বাল্বের সঙ্গীত কন্ট্রোল করা যাবে। এক্ষেত্রে ৯ ওয়াটের বেশি বাল্ব কেনা যেতে পারে। সেগুলি সাধারণ হোল্ডারেই ফিট করা যায়। অর্থাৎ আলাদা কোনও হোল্ডারের প্রয়োজন পড়বে না। এই বাল্বে ১ বছরের ওয়ারেন্টি রয়েছে। এটি চার্জ করার জন্যও আলাদা কোনও কেবলের দরকার নেই। অর্থাৎ শুধুমাত্র হোল্ডারে লাগালেই পাওয়া যাবে আলো, শোনা যাবে সঙ্গীত।

আরও পড়ুন'পুলিশের কাজ পুলিশকে করতে দিতে হবে,' অর্জুনের পর এবার তাপসও

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement