Advertisement

Smartphone Data Recovery : ফোনের সব VIDEO-ফটো-ডেটা ভুল করে ডিলিট? রিকভারের সহজ উপায়

খুব সহজেই পুনরুদ্ধার করা যায় ফোনের ডেটা (Smartphone Data Recovery)। এই প্রতিবেদনে সেই সংক্রান্ত কিছু পদ্ধতি বলা হবে, যার মাধ্যমে আপনি ফোনের ডেটা রিকভার করতে পারেন। এরপর সেই ডেটা নতুন ডিভাইসে ট্রান্সফারও করা যেতে পারে। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 29 Nov 2022,
  • अपडेटेड 5:10 PM IST
  • ফোনের ডাটা ডিলিট হয়ে গেছে?
  • চিন্তার কোনও কারণ নেই
  • এভাবে করুন রিকভার

স্মার্টফোন (Smartphone) এখন কার্যত দৈনন্দিন জীবনের অঙ্গ। শুধু কথা বলা বা ছবি তোলা নয়, গুরুত্বপূর্ণ ডকুমেন্টও অনেক সময় ফোনে সেভ রাখা হয়। তাই স্মার্টফোন কোনও সময় খারাপ হয়ে গেলে বা হারিয়ে গেলে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় মানুষকে। তবে কিছু পদ্ধতি আছে, যেগুলির মাধ্যমে ফোনের ছবি, ভিডিও-সহ অন্যান্য তথ্য পুনরুদ্ধার করা যায়। 

খুব সহজেই পুনরুদ্ধার করা যায় ফোনের ডেটা (Smartphone Data Recovery)। এই প্রতিবেদনে সেই সংক্রান্ত কিছু পদ্ধতি বলা হবে, যার মাধ্যমে আপনি ফোনের ডেটা রিকভার করতে পারেন। এরপর সেই ডেটা নতুন ডিভাইসে ট্রান্সফারও করা যেতে পারে। 

যদি গুগল ব্যাকআপ বা এই ধরনের কোনও পদ্ধতি চালু করা থাকে, তাহলে ফোনের ডেটা সেখানে ব্যাকআপ (Mobile Data Recovery) হিসেবে থেকে যায়। প্রয়োজনে সেগুলিকে খুব সহজেই রিকভারও করা যায়। এর জন্য গুগল বা সেই ধরনের ক্লাউড আউডি-তে লগ ইন করে ডেটা রিকভার করতে হবে। 

অ্যাপেল ডিভাইসের ক্ষেত্রে  iCloud-এ ডেটা স্টোর থাকে। এর অ্যাকসেস পেতে ব্যবহার করতে হবে Apple ID। এটি নিজের থেকেই লাস্ট ব্যাকআপ ডেটাকে নতুন ডিভাইসে ট্রান্সফার করে দেয়। এই ক্লাউড ওয়েবসাইটগুলির মাধ্যমে পুরনো ডিভাইসেও ডেটা ডাউনলোড করা যায়। 

থার্ড পার্টি সাইট থেকেও পাওয়া যায় সাহায্য
এছাড়া অনলাইনে এমন অনেক সাইট ও অ্যাপ রয়েছে, যেগুলির মাধ্যমে ডিলিট হয়ে যাওয়া ডেটাকে পুনরুদ্ধার করা যায়। এর জন্য Fonepaw রিকভারি টুলও ব্যবহার করতে পারেন। যদি ডেটার সাইজ ছোট হয় তাহলে সেটি বিনামূল্যেই হয়ে যাবে। তবে ডেটা বেশি হলে ব্যয় করতে হবে অর্থ। 

মাইক্রো-এসডি কার্ডের ডেটা 
বর্তমানে অবশ্য মাইক্রো-এসডি কার্ডের ব্যবহার কমছে। তবে যদি ডেটা মাইক্রো-এসডি কার্ডে থাকে, তাহলে তা খুব সহজেই রিকভার করা যায়। এক্ষেত্রে রিকভারি টুলের (Smartphone Data Recovery Tool) সাহায্য নিতে হবে। মাইক্রো-এসডি কার্ডটি কম্পিউটারে অ্যাডাপ্টরের সাহায্যে লাগিয়ে রিকভারি টুল দিয়ে ডেটা পুনরুদ্ধার করা যাবে। 

Advertisement

আরও পড়ুন - ছবিতে ঘাপটি মেরে রয়েছে বিড়াল, ১০ সেকেন্ডে খুঁজে বের করুন দেখি!

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement