
Spam Call নিয়ে মাথা ব্যথার শেষ নেই। যখন তখন ফোনে আসে এই ধরনের কল। অফিসে গুরুত্বপূর্ণ কাজ করার সময়, মিটিং চলার সময় বা গাড়ি চালানোর সময় আসে এই ধরনের ফোন। আর সেই ফোন তোলার পরই মাথা ফুটতে শুরু করে। বিরক্তির শেষ থাকে না। তাই সকলেই চান স্প্যাম কল থেকে নিস্তার পাওয়ার। কিন্তু কিছুতেই তার থেকে বেরনোর রাস্তা খুঁজে পাওয়া যায় না। আর এই নিবন্ধে আমরা স্প্যাম কল এবং মেসেজ থেকেই মুক্তির উপায় জানলাম।
স্প্যাম কল বা মেসেজ কী?
স্প্যাম কল বা মেসেজ জালিয়াতির জন্য করা হয়। এক্ষেত্রে দেওয়া হয় প্রাইজ জেতা বা লটারি জেতার টোপ। পাশাপাশি জালি কাস্টমার সার্ভিসের নাম করেও ফোন করা হয়।
কীভাবে ক্ষতি করে এই ধরনের ফোন কল?
এই ধরনের ফোন বা মেসেজ করা হয় ক্ষতি করার জন্য। আপনার ফোনের তথ্য চুরি, ব্যাঙ্কের টাকা হাতিয়ে নেওয়াই থাকে এই ধরনের ফোন কলের লক্ষ্য।
সাধারণত, ফোনের মাধ্যমে ভয় দেখানো হয়। বলা হতে পারে যে পুলিশ থেকে বলছি, আপনার নামে কেস রয়েছে। এই পরিমাণ টাকা দিয়ে কেস না মিটিয়ে নিলে বিপদে পড়বেন।
আবার আরও এক ধরনের ফ্রড হয়। সেখানে ব্যাঙ্কের লোক হিসেবে ফোন করা হয়। তারপর চাওয়া হয় ওটিপি। সেই ওটিপি দিলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা নিমেষে উড়ে যেতে পারে।
আবার অনেক ক্ষেত্রে মেসেজের মাধ্যমেও জালিয়াতি করা হয়। এক্ষেত্রে ফোনে বা হোয়াটস অ্যাপে আসে একটি লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলেই টাকা উড়ে যেতে পারে। তখন কেঁদেও কূল পাবেন না। তাই এই সব ক্ষেত্রে সাবধান হওয়া ছাড়া সত্যিই গতি নেই।
ফোন সেটিংয়ে এই বদলটা করুন
আপনাকে ফোনে সেটিংস ওপেন করতে হবে। তারপর কলার আইডি এবং স্প্যাম বা স্প্যাম অ্যান্ড কল স্ক্রিনে ক্লিক করুন। এরপর আপনার ফোন সমস্ত স্প্যাম কল চিনে নিতে পারবে। সেগুলিকে করতে পারবে ব্লক।
আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও এই ধরনের কল প্রিভেন্ট করতে পারেন। সেক্ষেত্রে হোয়াটস অ্যাপে একটা সেটিং চেঞ্জ করতে হবে। প্রথমে হোয়াটস অ্যাপ সেটিংয়ে যান। তারপর প্রাইভেসিতে যান। এরপর কলসে ক্লিক করুন। এরপর সেখান থেকে সাইলেন্স আননোন কলার বলে অপশনটিতে ক্লিক করুন। তাহলেই কাজ হবে। দেখবেন আর কোনও অবাঞ্ছিত কলার আপনাকে ফোন করে জালিয়াতি করতে পারবে না।