Advertisement

Elon Musk: এলন মাস্কের নির্দেশ, 'আত্মহত্যা প্রতিরোধ' ফিচার সরিয়ে দিল ট্যুইটার

ট্যুইটার থেকে 'আত্মহত্যা প্রতিরোধ' হটলাইন ফিচারটি সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন মাইক্রোব্লগিং সংস্থার সিইও ইলন মাস্ক। #ThereIsHelp নামে পরিচিত হটলাইন সেবাটি পাঁচ বছর আগে চালু করে টুইটার। ব্যবহারকারীরা মানসিক স্বাস্থ্য, এইচআইভি, টিকা, শিশু নির্যাতন, কোভিড-১৯, লিঙ্গভিত্তিক সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগ ও মত প্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে সার্চ করলে এসব বিষয় নিয়ে কাজ করা সংগঠন ও সংস্থাগুলোর নাম আগেভাগে দেখানো হতো।

টুইটার থেকে সরল ফিচার
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 24 Dec 2022,
  • अपडेटेड 9:03 PM IST
  • ট্যুইটার থেকে 'আত্মহত্যা প্রতিরোধ' হটলাইন ফিচারটি সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন মাইক্রোব্লগিং সংস্থার সিইও ইলন মাস্ক।
  • #ThereIsHelp নামে পরিচিত হটলাইন সেবাটি পাঁচ বছর আগে চালু করে টুইটার।

ট্যুইটার থেকে 'আত্মহত্যা প্রতিরোধ' হটলাইন ফিচারটি সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন মাইক্রোব্লগিং সংস্থার সিইও ইলন মাস্ক। #ThereIsHelp নামে পরিচিত হটলাইন সেবাটি পাঁচ বছর আগে চালু করে টুইটার। ব্যবহারকারীরা মানসিক স্বাস্থ্য, এইচআইভি, টিকা, শিশু নির্যাতন, কোভিড-১৯, লিঙ্গভিত্তিক সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগ ও মত প্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে সার্চ করলে এসব বিষয় নিয়ে কাজ করা সংগঠন ও সংস্থাগুলোর নাম আগেভাগে দেখানো হতো।

ফিচারটি বন্ধের ফলে মানসিকভাবে বিপর্যস্ত ও সামগ্রিক জীবনে বিপদগ্রস্ত ব্যবহারকারীরা বেকায়দায় পড়বেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা ওয়াশিংটনভিত্তিক এইডস ইউনাইটেড এবং থাইল্যান্ডভিত্তিক আইল টুইটারের ওই ফিচার বন্ধের সিদ্ধান্তে অবাক হয়েছে। আত্মহত্যার কথা ভাবছেন এমন ব্যক্তিদের জীবনে বাঁচতে সাহায্যের জন্য ডিজাইন করা একটি টুইটার ফিচার এলন মাস্কের আদেশের পর বন্ধ করা হয়েছে বলে সংবাদসংস্থা রয়টার্সও জানিয়েছে। তবে এলন মাস্ক কেন ওই নির্দেশ দিলেন, তা স্পষ্ট নয়।

আরও পড়ুন:চিনে হাহাকার, আমেরিকায় বাড়ছে Corona-র সংক্রমণ; ভারতেও নয়া গাইডলাইন

শুক্রবার মাস্ক #ThereIsHelp বৈশিষ্ট্যটি অপসারণের আদেশ দিয়েছেন, যা ব্যবহারকারীরা নির্দিষ্ট বিষয়বস্তু অনুসন্ধান করার সময় আত্মহত্যা প্রতিরোধ হটলাইন এবং অন্যান্য তথ্য ভাগ করে। টুইটার হেড অফ ট্রাস্ট অ্যান্ড সেফটি এলা আরউইন রয়টার্সকে বলেছেন, 'আমরা আমাদের প্রম্পট ঠিক করছি এবং সংশোধন করছি। আমরা যখন এটি করছি তখন তাদের সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছিল।'

মানসিক স্বাস্থ্য, এইচআইভি, ভ্যাকসিন, শিশু যৌন শোষণ, কোভিড-১৯, লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগ এবং মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কিত দেশগুলিতে সহায়তা সংস্থাগুলির জন্য নির্দিষ্ট অনুসন্ধানের পরিচিতির শীর্ষে #ThereIsHelp বৈশিষ্ট্যটি ছিল।

আরও পড়ুন: Twitter-Facebook-Amazon-এর গণছাঁটাই, বছরভর বাড়ল বেকারত্ব

 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement