WhatsApp Scam Calls: হোয়াটসঅ্যাপ হল সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ, যা বিশ্বের কোটি কোটি মানুষ ব্যবহার করেন। এটি এখন হ্যাকারদের জালিয়াতির অস্ত্রে পরিণত হয়েছে। হ্যাকাররা প্রতারণা করে মানুষের কষ্টার্জিত লাখ লাখ টাকা চুরি করছে। একটি নতুন হোয়াটসঅ্যাপ স্ক্যাম সম্প্রতি সামনে আসছে, যেখানে ইউজাররা অচেনা আন্তর্জাতিক নম্বর থেকে কল পাচ্ছেন। এই কলগুলি ইথিওপিয়া (+251), মালয়েশিয়া (+60), ইন্দোনেশিয়া (+62), কেনিয়া (+254), ভিয়েতনাম (+84) এবং অন্যান্য দেশগুলির আইএসডি কোড থেকে আসছে৷
এই কলগুলি একটি ভিন্ন দেশের কোড দিয়ে শুরু হওয়ার অর্থ এই নয় যে, ওই কলটি আসলে সেই দেশ থেকেই এসেছে৷ আমরা প্রায় সকলেই জানি যে, হোয়াটসঅ্যাপ কল ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট হয়৷ তাই, সেলুলার কলের জন্য প্রযোজ্য কোনও আন্তর্জাতিক কল চার্জ ছাড়াই এই ধরনের নম্বর থেকে কল করা যেতে পারে। আর এই বিশেষ সুবিধার সুযোগ নিচ্ছে হ্যাকাররা।
কেন হ্যাকারদের অস্ত্র হোয়াটসঅ্যাপ?
হোয়াটসঅ্যাপ ভিওআইপি নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। যার অর্থ হল, যে কোনও দেশ থেকে এর ইউজাররা অতিরিক্ত চার্জ ছাড়াই কল করতে পারেন৷ এই সুবিধাটাই আন্তর্জাতিক হ্যাকারদের অনলাইন জালিয়াতির কাজ সহজ করে তুলেছে।
এটা এড়াতে কী করবেন-কী করবেন না?
সাইবার বিশেষজ্ঞরা ইউজারদের সতর্ক করে জানিয়েছেন যে, ইথিওপিয়া (+251), মালয়েশিয়া (+60), ইন্দোনেশিয়া (+62), কেনিয়া (+254), ভিয়েতনাম (+84) ইত্যাদি আন্তর্জাতিক টেলি কোড থেকে হোয়াটসঅ্যাপে আসা কল রিসিভ করলেই হ্যাকারদের কাছে পৌঁছে যেতে পারে আপনার ফোনে থাকা যাবতীয় গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য। এই সব তথ্য হ্যাকারদের কাছে পৌঁছে গেলেই মুহূর্তের মধ্যে খালি হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এ ছাড়াও আপনার প্যান বা আধারের তথ্য ব্যবহার করে এক বা একাধিক জালিয়াতির কাজ করতে পারে হ্যাকাররা। তাই এই ধরনের কল রিসিভ না করার পরামর্ দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউজারদের। পাশাপাশি ওই অপরিচিত আন্তর্জাতিক নম্বরগুলিকে ব্লক করার পরামর্শ দেওয়া হয়েছে।