অপেক্ষার অবসান হতে চলেছে। রাজ্যে শিগরিরই চালু হচছে ৫G পরিষেবা। এখন অনেকের প্রশ্ন, এই পরিষেবা চালু হলেই কি নতুন সিম ও নতুন ফোন কিনতে হবে ? উত্তর হল, আপনার যদি 5G ফোন থাকে তবে নতুন ফোনের প্রয়োজন হবে না। সেক্ষেত্রে ফোনের সেটিংসে গিয়ে 5G অপশনে ক্লিক করলেই হবে। তবে যদি 5G সাপোর্ট না করে তবে নতুন সেট কিনতেই হবে। সেটের সমস্যা তো গেল এবার আসি সিমের কথায়। 5G পরিষেবার জন্য নতুন সিম কার্ড কোনও গ্রাহককেই কিনতে হবে না। আপনি এখন যে সিমকার্ড ব্যবহার করছেন তাতেই হয়ে যাবে। 5G-র জন্য খরচ বাড়বে? এপ্রসঙ্গে বলে রাখা ভালো, টেলিকম সংস্থাগুলি এখনও 5G প্ল্যানের খরচ নিয়ে কোনও তথ্য় সামনে আনেনি। কিন্তু এটা ঠিক যে, 4G এর থেকে বেশি টাকা খরচ করতে হবে।