Defence ক্ষেত্রে ক্রমশ উন্নয়ন করে চলেছে India । দেশের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে কোনওরকম আপোষ করতে রাজি নয় কেন্দ্র। এবার সেই প্রতিরক্ষা ক্ষেত্রেই বিরাট খবর, যা যে কোনও শত্রু দেশের হাঁটু কাঁপিয়ে দিতে পারে। মনে রাখতে হবে ভারতের প্রতিবেশী China ও Pakistan র মতো দেশ। এমনকী Bangladesh র বর্তমান যা পরিস্থিতি, সেখান থেকেও India র উদ্দেশে ধেয়ে আসছে বিভিন্ন ধরনের মন্তব্য। তাই সেই জায়গা থেকে এবার ভারতের হাতে চলে এল ভয়াবহ এক অস্ত্র। এবার কার্যত আলো দিয়েই প্রতিপক্ষকে দমন করতে পারবে ভারত। শত্রু রাষ্ট্রের যুদ্ধবিমান থেকে গুপ্তচর ড্রোন, যে কোনও কিছুকে নিমিষে ধ্বংস করে দিতে DRDO তৈরি করেছে এক লেজ়ার অস্ত্র। ইতিমধ্যেই সেটির পরীক্ষাও সম্পন্ন হয়েছে।