সৌর জগতে যত গুলো গ্রহ রয়েছে তার মধ্যে শনি সবচেয়ে আলাদা। তবে সম্প্রতি শনির বিষয়ে এক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। কি সেটা? আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে 2025 সালের মধ্যে পৃথিবীর আকাশ থেকে উধাও হয়ে যাবে শনির বলয়! সৌরমণ্ডলের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি। শনিকে বেষ্টন করে যে বলয় রয়েছে তা শনিকে গ্রহমণ্ডলে এক নিজস্বতা দিয়ে রেখেছে। শনির মাধ্যাকর্ষণে বলয় আকারে কোটি কোটি পাথরখণ্ড ঘুরে চলেছে অবিরাম যা এমন বলয়ের মতো দেখায়। সেই বলয় ভেদ করে শনিতে প্রবেশের ক্ষমতা পৃথিবীর বিজ্ঞানের হয়নি। তবে একে সবচেয়ে আকর্ষণীয় করে তোলে এর বলয়। এই বলয় কি করে তৈরি হয়েছে জানেন কি?