Advertisement

ইউটিলিটি

KYC For PPF Services: প্রভিডেন্ট ফান্ডের টাকা পেতে ফের KYC দিতে হবে এই ৬ ব্যাঙ্কের গ্রাহকদের!

সুদীপ দে
  • 30 Jun 2021,
  • Updated 2:25 PM IST
  • 1/8

একাধিক ব্যাঙ্কের সংযুক্তিকরণের ফলে বদলে যাচ্ছে গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বর। ব্যাঙ্কের সংযুক্তিকরণের ফলে গ্রাহকদের পুরনো অনলাইন অ্যাকাউন্ট, চেকবই অকেজো হয়ে যাচ্ছে। ফলে নতুন অনলাইন অ্যাকাউন্ট, চেকবই তৈরি করাটা জরুরি হয়ে পড়ছে।

  • 2/8

নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কেই PPF-এর মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে টাকা জমা করা যায়। ব্যাঙ্কের সংযুক্তিকরণের ফলে সমস্যায় পড়তে হচ্ছে PPF অ্যাকাউন্টের মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে টাকা জমা করা ক্ষেত্রেও। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের নানা সুযোগ সুবিধা পেতে ফের KYC জমা দিতে হবে সংযুক্তিকরণের ফলে বিলোপ ঘটা ব্যাঙ্কের গ্রাহকদের!

  • 3/8

অর্থাৎ, সংযুক্তিকরণের পর এখন যে ব্যাঙ্কগুলির অস্তিত্ব নেই, সেই ব্যাঙ্কের গ্রাহকরা যদি নতুন করে KYC জমা না করেন, তাহলে তাঁরা PPF-এর কোনও সুবিধা পাবেন না। সাম্প্রতিক সতর্কবার্তায় এমনই জানিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)।

  • 4/8

গত আর্থিক বছর থেকে চলা ব্যাঙ্ক সংযুক্তিকরণে ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জুড়ে গিয়ে ৪টি ব্যাঙ্কে পরিনত হয়েছে। অর্থাৎ, এই সংযুক্তিকরণের জেরে অস্তিত্ব পুরোপুরি হারিয়েছে দেশের ৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।

  • 5/8

গত আর্থিক বছর থেকে চলা ব্যাঙ্ক সংযুক্তিকরণে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্স, অন্ধ্র ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক এবং ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অস্তিত্ব বিলুপ্ত হয়েছে।

  • 6/8

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর জারি করা নির্দেশ অনুযায়ী, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্স, অন্ধ্র ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক এবং ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গ্রাহকদের PPF-এর অবিচ্ছিন্ন পরিষেবা পেতে ফের KYC জমা দিতে হবে।

  • 7/8

উল্লেখিত ছ’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মধ্যে পশ্চিমবঙ্গে এলাহাবাদ ব্যাঙ্ক এবং ইউনাইটেড ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি ছিল।

  • 8/8

সংযুক্তিকরণের ফলে ব্যাঙ্কের বর্তমান IFSC কোডের সঙ্গে PF অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির কোড মিলবে না। তাই এই ছ’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহকদের ফের KYC জমা দিতে হবে।

Advertisement
Advertisement