Aadhaar-এর সঙ্গে PAN কার্ড লিঙ্ক করার সময়সীমা আগেই বাড়িয়েছে কেন্দ্র। Aadhaar-এর সঙ্গে PAN কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়িয়ে ২০২১-এর ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত অধিকাংশ নাগরিকেরই Aadhaar-এর সঙ্গে PAN কার্ড লিঙ্ক করা হয়নি।
ভাবছেন, পরে কখনও Aadhaar-PAN লিঙ্ক করাবেন! ৩০ জুনের পর লিঙ্ক করাতে গেলে গুণতে হবে ১,০০০ টাকা জরিমানা! শুধু তাই নয়, ৩০ জুনের পর নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আপনার PAN কার্ড!
৩০ জুনের পরেও করা হবে PAN কার্ড আর Aadhaar-এর লিঙ্ক করা যাবে। কিন্তু তখন Aadhaar-PAN লিঙ্ক করাতে গেলে গুণতে হবে বাড়তি ১,০০০ টাকা! সুপ্রিম কোর্ট জানিয়েছে, আয়কর রিটার্ন জমা দেওয়া ও PAN কার্ডের ক্ষেত্রে ১২ সংখ্যার বায়োমেট্রিক আইডি থাকা বাধ্যতামূলক।
কিন্তু PAN কার্ড আর Aadhaar-এর লিঙ্ক করতে গিয়ে সম্প্রতি সমস্যায় পড়তে হচ্ছে অনেককেই। ৭ জুন থেকে নতুন E-Filing Portal লঞ্চ করেছে। আয়কর দফতরের নতুন ওয়েবসাইট চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত নানা সমস্যা নিয়ে একাধিক অভিযোগ জানিয়েছেন আয়করদাতারা।
গত ৮ জুন আয়কর দফতরের নতুন পোর্টালের সমস্যা নিয়ে টুইট করেছেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নিজের টুইটে নতুন ই-ফাইলিং পোর্টাল নির্মাণকারী সংস্থা Infosys-কে প্রযুক্তিগত ত্রুটি দ্রুত শুধরে নেওয়ার কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
এমনিতে PAN কার্ড আর Aadhaar-এর সংযুক্তিকরণ করা হত www.incometaxindiaefiling.gov.in সাইটের মাধ্যমে। নতুন ই-ফাইলিং পোর্টাল ২.০-এর লঞ্চের পর নানা সমস্যার সম্মুখীন হয়েছেন অনেকেই।
তাহলে PAN কার্ড আর Aadhaar-এর লিঙ্ক করবেন কী করে? অফলাইনে PAN কার্ড আর Aadhaar-এর সংযুক্তিকরণের উপায় রয়েছে।
অফলাইনে PAN কার্ড আর Aadhaar-এর সংযুক্তিকরণের ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ নম্বরে SMS করেও আবেদন জানানো যেতে পারে। এর পর SMS মারফৎ পাওয়া নির্দেশ অনুসরণ করলেই লিঙ্ক হয়ে যাবে PAN কার্ড আর Aadhaar।