Advertisement

ইউটিলিটি

সর্বনাশ! Covid Vaccination Certificate কি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন?

Aajtak Bangla
  • 29 Jun 2021,
  • Updated 4:20 PM IST
  • 1/9

মে মাস থেকে দেশজুড়ে শুরু হয়েছে ১৮ বছর বা তার বেশি বয়সীদের করোনার টিকাকরণ! এমনিতে জানুয়ারি থেকেই দেশে করোনার টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। টিকা নেওয়ার জন্য CoWin বা Aarogya Setu অ্যাপে নাম নথিভুক্ত করতে হচ্ছে।

  • 2/9

অ্যাপ ছাড়াও cowin.gov.in ওয়েবসাইটের মাধ্যমেও নাম নথিভুক্ত করা যেতে পারে। টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে সরকারি সচিত্র পরিচয়পত্র বা Aadhaar-এর বিস্তারিত তথ্য দিতে হবে। বায়োমেট্রিক, OTP বা ডেমোগ্রাফিকের মাধ্যমে Aadhaar-এর তথ্য যাচাই করে নেওয়া হবে।

  • 3/9

টিকা নেওয়ার সময় সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রথম ডোজ নেওয়ার পর টিকার দ্বিতীয় ডোজ কবে দেওয়া হবে, তা মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। একইসঙ্গে টিকার প্রতিটি ডোজ নেওয়ার পরই CoWin বা Aarogya Setu অ্যাপে চলে আসবে আপনার Covid Vaccination Certificate।

  • 4/9

অনেকেই করোনার টিকা নেওয়ার পর টিকা নেওয়ার ছবি বা Covid Vaccination Certificate ফেসবুক, হোয়াটস্যাপের মতো নানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করছেন। কিন্তু টিকা নিয়ে করোনা থেকে সুরক্ষিত হওয়ার আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে গিয়ে নিজের বিপদ ডেকে আনছেন না তো!

  • 5/9

সম্প্রতি এই সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার। সম্প্রতি টুইট করেও মানুষকে এ বিষয়ে সতর্ক করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)।

  • 6/9

ওই টুইট বার্তায় প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-র তরফে জনসাধারণকে সোশ্যাল মিডিয়ায় নিজেদের Covid Vaccination Certificate আপলোড বা পোস্ট করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

  • 7/9

প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-র ওই টুইট বার্তায় বলা হয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা টুইটারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে Covid Vaccination Certificate-এর ছবি আপলোড বা পোস্ট করতে বারন করা হয়েছে। কারণ, এই Covid Vaccination Certificate থেকে নাগরিকদের ব্যক্তিগত তথ্য বাইরে ফাঁস হওয়ার আশঙ্কা রয়েছে।

  • 8/9

করোনার টিকা নেওয়ার পর নাগরিকদের একাংশের মধ্যে Covid Vaccination Certificate নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করার প্রবণতা দেখা গিয়েছে। তাই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) তরফে এই সতর্কতা জারি করা হয়েছে।

  • 9/9

সাইবার সুরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই সার্টিফিকেট সাইবার জালিয়াতদের হাতে পড়লে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার পাশাপাশি Covid Vaccination Certificate জাল হওয়ার আশঙ্কাও রয়েছে। তাই সোশ্যাল মিডিয়ায় নিজেদের Covid Vaccination Certificate আপলোড বা পোস্ট করা থেকে বিরত থাকা জরুরি।

Advertisement
Advertisement