Advertisement

ইউটিলিটি

ভারতে বন্ধ হচ্ছে নামী এই বেসরকারি ব্যাঙ্কের কনজিউমার ব্যাঙ্কিং পরিষেবা!

Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Apr 2021,
  • Updated 4:16 PM IST
  • 1/9

ভারতে এই বেসরকারি ব্যাঙ্কটি ব্যবসা শুরু করে ১৯০২ সালে। সাধারণ উপভোক্তাদের পরিষেবা দেওয়া শুরু হয় ১৯৮৫ সাল থেকে। অবশেষে এ দেশ থেকে কনজিউমার ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিল Citi Bank।

  • 2/9

ভারতে এখন Citi Bank-এর মোট ৩৫টি শাখা চালু রয়েছে। কনজিউমার বিজনেস বিভাগে এই ব্যাঙ্কের কর্মীর সংখ্যা প্রায় ৪ হাজার। কনজিউমার ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ করলেও ভারত থেকে ব্যবসা পুরোপুরি গুটিয়ে নিচ্ছে না Citi গ্রুপ।

  • 3/9

এবার থেকে কর্মাশিয়াল ব্যাঙ্কিং, কর্পোরেট ব্যাঙ্কিং, ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং, শেয়ার ও ঋণপত্রের লেনদেন এবং ব্যবসার জন্য ঋণের উপরে বেশি জোর দেবে Citi Bank, তাই এই সিদ্ধান্ত।

  • 4/9

শুধু ভারতেই নয়, ভারত-সহ ১৩টি দেশে কনজিউমার ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে Citi Bank। এই তালিকায় রয়েছে চিন, মালয়েশিয়া, তাইল্যান্ড, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, পোল্যান্ড, রাশিয়ার মতো দেশগুলি।

  • 5/9

এখন প্রশ্ন হচ্ছে, ভারতে Citi Bank-এর কনজিউমার ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ হওয়ার পর সংস্থার কর্মী এবং বর্তমান গ্রাহকদের উপর কী প্রভাব পড়তে চলেছে? কী হবে Citi Bank-এর ডেবিট বা ক্রেডিট কার্ড হোল্ডারদের?

  • 6/9

Citi India-র চিফ এগজিকিউটিভ আশু খুল্লারের দাবি, এই পদক্ষেপের ফলে সংস্থার কর্মী এবং বর্তমান গ্রাহকদের উপরে আপাতত কোনও প্রভাব পড়বে না।

  • 7/9

Citi Bank-এর গ্লোবাল CEO জেনি ফ্রেজার জানিয়েছেন, সাধারণ গ্রাহক পরিষেবা ক্ষেত্রে গৃহ ঋণ, ক্রেডিট কার্ড আর ওয়েল্‌থ ম্যানেজমেন্ট-এর ব্যবসা বন্ধ করছে Citi গ্রুপ।

  • 8/9

Citi Bank-এর গ্লোবাল CEO জেনি ফ্রেজার জানিয়েছেন, গৃহ ঋণ, ক্রেডিট কার্ড আর ওয়েল্‌থ ম্যানেজমেন্টের ক্ষেত্রে সংস্থার ব্যবসার বৃদ্ধি থমকে গিয়েছে। তবে এর জন্য নিয়ন্ত্রকের সম্মতি প্রয়োজন।

  • 9/9

জানা গিয়েছে, ইতিমধ্যেই Citi Bank তাদের ভারতের কনজিউমার ব্যাঙ্কিং পরিষেবার অংশ বিক্রির জন্য উপযুক্ত ক্রেতার সন্ধানের প্রক্রিয়া শুরু করে দিয়েছে।

Advertisement
Advertisement