পেট্রোল-ডিজেলের দামের সঙ্গেই তাল মিলিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দাম। তবে এপ্রিলের প্রথম দিনই সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম কমছে। তবে শুধুমাত্র ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের গ্রাহকরাই এই সুবিধা পাবেন।
বর্তমানে দেশের রাজধানী শহর দিল্লিতে ভর্তুকিহীন ডোমেস্টিক রান্নার গ্যাসের নতুন দাম ৮০৯ টাকা। ভুবনেশ্বর আর কলকাতায় ভর্তুকিহীন ডোমেস্টিক LPG সিলিন্ডারের দাম ৮৩৫ টাকা ৫০ পয়সা।
কেন্দ্র চায় দেশের অধিকাংশ পরিবারকে সুলভে রান্নার গ্যাসের নতুন কানেকশন দিতে। সে জন্য ১ মে, ২০১৬ সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করে কেন্দ্র। এর উদ্দেশ্য, দেশের দারিদ্রসীমার নীচে (বিপিএল) থাকা পরিবারগুলিতে রান্নার গ্যাস পৌঁছে দেওয়া।
কিন্তু রান্নার গ্যাসের নতুন কানেকশনের ক্ষেত্রে ব্যক্তির ঠিকানার উপযুক্ত প্রমাণপত্র থাকা জরুরি! ঠিকানার উপযুক্ত প্রমাণপত্র না থাকলে রান্নার গ্যাসের নতুন কানেকশন নেওয়া সম্ভব হল না এত দিন পর্যন্ত। কিন্তু এ বার সেই নিয়ম বদলাচ্ছে।
বর্তমানে ঠিকানার প্রমাণপত্র না থাকলেও কোনও ব্যক্তি রান্নার গ্যাসের নতুন কানেকশন পেতে পারেন৷ এখন থেকে নতুন এলপিজি কানেকশন নিতে গেলে আর ঠিকানার প্রমাণপত্র দেওয়া বাধ্যতামূলক নয়৷
সুলভে আরও বেশি সংখ্যক মানুষের কাছে রান্নার গ্যাসের নতুন কানেকশন পৌঁছে দিতে নয়মের সরলীকরণ করল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (Indian Oil Corporation)।
দেশের আরও বেশি সংখ্যক মানুষের ঘরে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে কেন্দ্র সরকার। আগামী দুই বছরে আরও অন্তত ১ কোটি রান্নার গ্যাসের নতুন সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। সেই কারণে, ক্রমশই রান্নার গ্যাসের বুকিং ও নতুন সংযোগ সংক্রান্ত একাধিক নিয়ম সরল করা হচ্ছে।
বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ পেতে হলে Pradhan Mantri Ujjwala Yojana-র অন্তর্গত আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে।
এর জন্য Pradhan Mantri Ujjwala Yojana-র KYC ফর্ম নিকটবর্তী LPG সেন্টারে জমা দিতে হবে। এর জন্য আবেদনকারীর জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, বাড়ির বাকি সদস্যদের অ্যাকাউন্ট নম্বর, আধার নম্বর ও বিস্তারিত ঠিকানা দিতে হবে৷