Advertisement

ইউটিলিটি

New LPG Connection: রান্নার গ্যাসের নতুন কানেকশনের ক্ষেত্রে নিয়মে বড়সড় পরিবর্তন! জানুন সবিস্তারে

Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Apr 2021,
  • Updated 5:46 PM IST
  • 1/9

পেট্রোল-ডিজেলের দামের সঙ্গেই তাল মিলিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দাম। তবে এপ্রিলের প্রথম দিনই সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম কমছে। তবে শুধুমাত্র ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের গ্রাহকরাই এই সুবিধা পাবেন।

  • 2/9

বর্তমানে দেশের রাজধানী শহর দিল্লিতে ভর্তুকিহীন ডোমেস্টিক রান্নার গ্যাসের নতুন দাম ৮০৯ টাকা। ভুবনেশ্বর আর কলকাতায় ভর্তুকিহীন ডোমেস্টিক LPG সিলিন্ডারের দাম ৮৩৫ টাকা ৫০ পয়সা।

  • 3/9

কেন্দ্র চায় দেশের অধিকাংশ পরিবারকে সুলভে রান্নার গ্যাসের নতুন কানেকশন দিতে। সে জন্য ১ মে, ২০১৬ সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করে কেন্দ্র। এর উদ্দেশ্য, দেশের দারিদ্রসীমার নীচে (বিপিএল) থাকা পরিবারগুলিতে রান্নার গ্যাস পৌঁছে দেওয়া।

  • 4/9

কিন্তু রান্নার গ্যাসের নতুন কানেকশনের ক্ষেত্রে ব্যক্তির ঠিকানার উপযুক্ত প্রমাণপত্র থাকা জরুরি! ঠিকানার উপযুক্ত প্রমাণপত্র না থাকলে রান্নার গ্যাসের নতুন কানেকশন নেওয়া সম্ভব হল না এত দিন পর্যন্ত। কিন্তু এ বার সেই নিয়ম বদলাচ্ছে।

  • 5/9

বর্তমানে ঠিকানার প্রমাণপত্র না থাকলেও কোনও ব্যক্তি রান্নার গ্যাসের নতুন কানেকশন পেতে পারেন৷ এখন থেকে নতুন এলপিজি কানেকশন নিতে গেলে আর ঠিকানার প্রমাণপত্র দেওয়া বাধ্যতামূলক নয়৷

  • 6/9

সুলভে আরও বেশি সংখ্যক মানুষের কাছে রান্নার গ্যাসের নতুন কানেকশন পৌঁছে দিতে নয়মের সরলীকরণ করল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (Indian Oil Corporation)।

  • 7/9

দেশের আরও বেশি সংখ্যক মানুষের ঘরে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে কেন্দ্র সরকার। আগামী দুই বছরে আরও অন্তত ১ কোটি রান্নার গ্যাসের নতুন সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। সেই কারণে, ক্রমশই রান্নার গ্যাসের বুকিং ও নতুন সংযোগ সংক্রান্ত একাধিক নিয়ম সরল করা হচ্ছে।

  • 8/9

বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ পেতে হলে Pradhan Mantri Ujjwala Yojana-র অন্তর্গত আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে।

  • 9/9

এর জন্য Pradhan Mantri Ujjwala Yojana-র KYC ফর্ম নিকটবর্তী LPG সেন্টারে জমা দিতে হবে। এর জন্য আবেদনকারীর জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, বাড়ির বাকি সদস্যদের অ্যাকাউন্ট নম্বর, আধার নম্বর ও বিস্তারিত ঠিকানা দিতে হবে৷

Advertisement
Advertisement