Advertisement

ইউটিলিটি

মোদী সরকারের দীপাবলি গিফট! PF-এর সুদ পাবেন ৮.৫% হারে

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 29 Oct 2021,
  • Updated 10:13 PM IST
  • 1/7

দেশের ৬ কোটিরও বেশি মানুষ কালীপুজোর আগে বড় উপহার পেয়েছেন। অর্থ মন্ত্রক ২০২০-২০২১ আর্থিক বছরের জন্য প্রভিডেন্ট ফান্ড (PF) এর উপর ৮.৫ শতাংশ হারে সুদ প্রদানের অনুমোদন দিয়েছে। (ছবি-রয়টার্স)
 

  • 2/7

অর্থ মন্ত্রক শুক্রবারই ৮.৫ শতাংশ হারে পিএফ-এর সুদ প্রদানের অনুমোদন দিয়েছে। অতি দ্রুতর এ বিষয়ে নোটিশ জারি করবে মন্ত্রণালয়। EPFO সুবিধাভোগীদের অ্যাকাউন্টে এই সুবিধা স্থানান্তর শুরু করার আগে, শ্রম মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করবে। (ছবি-গেটি ইমেজেস)

  • 3/7

এই বছরের মার্চ মাসে, EPFO-এর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্ট ২০২০০ ২০২১ অর্থবর্ষের জন্য PF-এর ৮.৫ শতাংশ হারে সুদ প্রদানের অনুমোদন দেয়। এটি ২০১৯-২০২০ অর্থবর্ষের সুদ প্রদানের সমান। (ছবি-গেটি ইমেজেস)

  • 4/7

EPFO-এর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্ট শ্রমমন্ত্রীর নেতৃত্বে এবং এই বোর্ড ইপিএফও সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। মার্চে সুদ পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হলেও তাতে চূড়ান্ত সিলমোহর দেয় অর্থ মন্ত্রণালয়। 

  • 5/7

https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login এই ওয়েবসাইটে গিয়ে EPF ব্যবহারকারীরা তাঁর অ্যাকাউন্ট সম্পর্কে সব তথ্য পাবেন। এখানে সমস্ত তথ্য দিয়ে লগ ইন করতে হবে।  

  • 6/7

7738299899 এই নম্বরে মেসেজ করলেও সংশ্লিষ্ট ব্যবহারকারী নিজেই অ্যাকাউন্ট ব্য়ালান্স -সহ যাবতীয় তথ্য পেয়ে যাবেন। 

  • 7/7

PF অ্যাকাউন্টে জমা করা পরিমাণও UMANG অ্যাপের মাধ্যমে  চেক করতে পারবেন। এর জন্য প্রথমে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপরে EPFO অপশনে গিয়ে সব তথ্য দিলেই ব্যবহারকারী অ্যাকাউন্ট সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। 

Advertisement
Advertisement