Advertisement

ইউটিলিটি

এক ধাক্কায় ৬৬০ টাকা বাড়ল সোনার দাম! জানুন কলকাতায় সোমবারের সোনার দর

Aajtak Bangla
  • 04 Jan 2021,
  • Updated 6:43 PM IST
  • 1/5

২০২০ সালে ভারতের বাজারে সোনার দাম বেড়েছে ২৭ শতাংশ। নতুন বছরেও সোনার দাম ঊর্ধ্বমুখী। কলকাতায় সোমবার ১০ গ্রাম গয়নার সোনার দর ৫৫০ টাকা থেকে ৬৬০ টাকা বেড়েছে। চলুন জেনে নেওয়া যাক আজ কলকাতায় কত যাচ্ছে সোনার দর...

  • 2/5

২২ ক্যারেট (গিনি সোনা) সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৪,৯৬০ টাকা, আজ যা সামান্য বেড়ে হয়েছে ৫,০১৫ টাকা। 

  • 3/5

২২ ক্যারেট (গিনি সোনা) সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৯ হাজার ৬০০ টাকা, আজ যা সামান্য বেড়ে হয়েছে ৫০ হাজার ১৫০ টাকা।

  • 4/5

২৪ ক্যারেট (খাঁটি সোনা) সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৫ হাজার ২১৯ টাকা, আজ যা সামান্য বেড়ে হয়েছে ৫ হাজার ২৮৫ টাকা।

  • 5/5

২৪ ক্যারেট (খাঁটি সোনা) সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৫২ হাজার ১৯০ টাকা, আজ যা সামান্য বেড়ে হয়েছে ৫২ হাজার ৮৫০ টাকা।

Advertisement
Advertisement