দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে ১ মে, ২০২১। কারণ, ওই দিন থেকেই দেশজুড়ে শুরু হচ্ছে ১৮ বছর বা তার বেশি বয়সীদের করোনার টিকাকরণ! অর্থাৎ, ১ মে থেকেই দেশের অধিকাংশ নাগরিক করোনার টিকা নিতে পারবেন।
প্রথমে করোনার টিকা দেওয়া হয়েছে দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। এর পর একে একে টিকা পেয়েছেন দেশের সামনের সারির করোনা যোদ্ধাদের। দেশের প্রবীণ নাগরিকদেরও টিকা দেওয়া হয়েছে।
বর্তমানে পয়তাল্লিশের বেশি বয়সীদেরও করোনার টিকাকরণ চলছে! জানুয়ারি থেকে ভারতে করোনার টিকাকরণ পর্ব শুরু হলেও অধিকাংশ মানুষই এখনও টিকা পাননি। কারণ, যাঁদের বয়স পয়তাল্লিশের কম, তাঁদের করোনার টিকাকরণের কেন্দ্রীয় ছাড়পত্র মেলেনি।
তবে আগামী ১ মে থেকে দেশজুড়ে ১৮ বছর বা তার বেশি বয়সীদের করোনার টিকাকরণ শুরু হতে চলেছে। আগামী ১ মে থেকে দেশজুড়ে তৃতীয় পর্যায়ের করোনার গণ টিকাকরণ শুরু হতে চলেছে।
করোনার টিকা নেওয়ার জন্য চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নাম নথিভুক্ত করাতে হচ্ছে না। তবে বাকিদের টিকা নিতে হলে নিজেরাই নাম নথিভুক্ত করতে পারবেন।
কিন্তু জানেন কি করোনার টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে কোন কোন নথিপত্র লাগবে? কী ভাবে করতে হবে করোনার টিকার রেজিস্ট্রেশন? চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...
CoWin অ্যাপ থেকে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে হবে। এর জন্য Google Play Store বা Apple App Store থেকে CoWin অ্যাপ নিজের স্মার্টফোনে ইনস্টল করে নিতে হবে।
করোনার টিকা নেওয়ার জন্য CoWin অ্যাপে নাম নথিভুক্ত করতে নির্দিষ্ট অংশে সরকারি সচিত্র পরিচয়পত্র বা Aadhaar-এর বিস্তারিত তথ্য দিতে হবে।
বায়োমেট্রিক, OTP বা ডেমোগ্রাফিকের মাধ্যমে Aadhaar-এর তথ্য যাচাই করে নেওয়া হবে। নাম নথিভুক্ত করার পর টিকা দেওয়ার তারিখ, সময় জানিয়ে দেওয়া হবে। টিকা নেওয়ার সময় সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।