Advertisement

ইউটিলিটি

Mera Ration: এই App স্মার্টফোনে থাকলে বাড়িতেই পৌঁছে যাবে আপনার প্রাপ্য রেশন!

Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Apr 2021,
  • Updated 8:02 PM IST
  • 1/9

রাজ্য সরকার Ration Card-এর মাধ্যমে রাজ্যের মানুষের হাতে তার প্রাপ্য রেশন তুলে দিয়ে থাকে। আধার কার্ড, প্যান কার্ডের মতো Ration Card অনেক জায়গায় সরকারি প্রমাণপত্র হিসাবেও ব্যবহৃত হয়।

  • 2/9

সম্প্রতি দেশজুড়ে ‘এক দেশ, এক রেশন কার্ড’ নিয়ম জারি হওয়ার পর Ration Card-এর গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। তবে এ বার রেশন নেওয়ার জন্য আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না৷ রেশনের চাল, ডাল এ বার পৌঁছে যাবে বাড়িতেই!

  • 3/9

স্মার্টফোনে একটি নির্দিষ্ট App থাকলেই বৈধ Ration Card-এর অধিকারীরা বাড়িতে বসেই পেয়ে যাবেন রেশনের চাল, ডাল বা অন্যান্য সামগ্রি। রেশন দোকানের সামনে আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না৷

  • 4/9

সম্প্রতি কেন্দ্র সরকারের পক্ষ থেকে বৈধ Ration Card-এর অধিকারীদের জন্য Mera Ration App লঞ্চ করেছে৷ এই অ্যাপের মাধ্যমে রেশন বুকিং করে বাড়িতে বসেই পেয়ে যাবেন রেশনের চাল, ডাল বা অন্যান্য সামগ্রি।

  • 5/9

‘এক দেশ, এক রেশন কার্ড’ প্রকল্পের অধীনে কেন্দ্র এই Mera Ration App লঞ্চ করেছে৷ এবার দেখে নিন কী ভাবে বাড়িতে বসেই আপনার প্রাপ্য রেশন বুকিং করতে পারবেন...

  • 6/9

প্রথমে Google Play Store থেকে Mera Ration App সার্চ করে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তারপর Mera Ration App ওপেন করে নিজের Ration Card সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

  • 7/9

Mera Ration App-এ একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে পরবর্তী ক্ষেত্রে এই অ্যাপ থেকেই জানা যাবে আপনার নিকটবর্তী রেশন দোকানের সম্পর্কে। কখন, কোন কোন দোকান থেকে রেশন নিয়েছেন, তা-ও জানা যাবে এই অ্যাপ থেকে৷

  • 8/9

আপাতত Mera Ration App-এ হিন্দি ও ইংরেজি ভাষায় সহায়তা মিলছে। ভবিষ্যতে মোট ১৪টি আঞ্চলিক ভাষায় সহায়তা মিলবে এই অ্যাপ থেকে৷

  • 9/9

কেন্দ্রের এই Mera Ration App-এর সাহায্যে সবচেয়ে বেশি উপকৃত হবেন প্রবাসী বাসিন্দারা! তাঁরা এই অ্যাপের মাধ্যমে তাঁর এলাকার রেশন দোকান সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন হাতের মুঠোয়।

Advertisement
Advertisement