Advertisement

ইউটিলিটি

Hotels in Digha: দিঘায় এখন মাত্র ৮০০ টাকায় মিলছে AC Room! যাবেন?

Aajtak Bangla
  • 30 Jul 2021,
  • Updated 5:03 PM IST
  • 1/9

পর্যটকদের সুবিধার কথা ভেবে এবার দিঘা গিয়েই Covid পরীক্ষার ব্যবস্থা করেছে সেখানকার হোটেল অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ। দিঘাতেই এবার পর্যটকদের জন্য কোভিড পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

  • 2/9

গত বুধবার বৈঠকে বসেছিল দিঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। সেখানে দু’টি পৃথক কেন্দ্র থেকে দিঘায় আগত পর্যটকদের কোভিড পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সেখানে আগত পর্যটকদের Antigen Test করানোর ব্যবস্থা করা হয়েছে।

  • 3/9

মাত্র ২০০ টাকার বিনিময়ে পর্যটকদের Antigen Test করানো হচ্ছে। পরীক্ষা কেন্দ্রগুলি থেকে Covid Antigen tests করিয়ে ফলাফল পেতে সময় লাগবে মাত্র ১৫ মিনিট। তারপর হাতে হাতে রিপোর্ট পেয়ে যাবেন পর্যটকরা।

 

তথ্যসূত্র ও ছবি: তাপস ঘোষ।

  • 4/9

এই উদ্যোগের ফলে বাংলার এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড় এক ধাক্কায় অনেকটাই বাড়বে বলে আশা করছেন পর্যটন-নির্ভর বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত স্থানীয়দের একাংশ।

 

—প্রতীকী ছবি।

  • 5/9

কিন্তু পর্যটক টানতে আরও এক ধাপ এগিয়ে ঘর ভাড়া অনেকটাই কমালেন দিঘার হোটেল মালিকরা। এক ধাক্কায় প্রায় ২৫-৩০ শতাংশ ভাড়া কমানো হয়েছে হোটেলের এসি, নন-এসি ঘরগুলির। অনলাইন বা স্পট বুকিং— যে কোনও ক্ষেত্রেই এই সুবিধা পাওয়া যাচ্ছে।

 

তথ্যসূত্র ও ছবি: তাপস ঘোষ।

  • 6/9

এক ধাক্কায় প্রায় ২৫-৩০ শতাংশ ভাড়া কমানোর ফলে ৮০০ টাকার নন-এসি ঘরগুলি এখন পাওয়া যাচ্ছে মাত্র ৫৫০-৬০০ টাকায়। পাশাপাশি হোটেলের ১,৫০০ টাকার এসি ঘরগুলিও এখন ১০০০-১২০০ টাকায় পাওয়া যাচ্ছে।

 

—প্রতীকী ছবি।

  • 7/9

রাজ্যে করোনা বিধি অনেকটা শিথিল হলেও, দীঘা, শঙ্করপুর মন্দারমনি, তাজপুর প্রভৃতি পর্যটন কেন্দ্রে অধিকাংশ হোটেলের ঘর এখন খালি পড়ে রয়েছে। তাই পর্যটকদের টানতে, দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স এসোসিয়েশন এমন সিদ্ধান্ত নিয়েছে।

 

—প্রতীকী ছবি।

  • 8/9

দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, “আগের রেটের তুলনায় অনেক কম দামে হোটেলের রুম এখন ভাড়ায় পাওয়া যাবে। করোনা অতিমারির সময়ে পর্যটকদের পর্যটনকেন্দ্র মুখী করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

 

তথ্যসূত্র ও ছবি: তাপস ঘোষ।

  • 9/9

জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন, “প্রায় দু'বছর পর্যটন শিল্প বন্ধ ছিল। তাই পর্যটকদের সুবিধার জন্য দীঘা হাসপাতালেও করোনা পরীক্ষার ব্যবস্থা রাখা হচ্ছে। তবে মাস্ক পরা ও অন্যান্য করোনা বিধি মেনেই পর্যটকদের দীঘায় থাকতে হবে। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, সে নিয়েও হোটেলগুলিকে সচেতন হতে হবে।”

 

তথ্যসূত্র ও ছবি: তাপস ঘোষ।

Advertisement
Advertisement