ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজমের কর্পোরেশন (IRCTC) মাধ্যমে এখন ট্রেনের টিকিটই কাটার পাশাপাশি এই ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে প্রতিমাসে ঘরে বসে হাজার হাজার টাকা উপার্জনের সুযোগও রয়েছে। এর জন্য খরচও যৎসামান্যই!
IRCTC প্রতিমাসে প্রায় ৬০,০০০ টাকা উপার্জনের সুযোগ দিচ্ছে। এ জন্য IRCTC-র এজেন্ট হতে হবে। যে ভাবে রেলওয়ের কাউন্টারগুলিতে ট্রেনের টিকিট কাটা হয়, তেমন ভাবেই অন্যান্য যাত্রীদের জন্য টিকিট কাটবেন IRCTC-র এজেন্ট।
এর জন্য IRCTC-র ওয়েবসাইটে গিয়ে এজেন্ট হওয়ার আবেদন জানাতে হবে। আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য ও নথি যাচাই করার পর এজেন্ট হওয়ার এককালীন ফি দিলেই কাজ শেষ, উপার্যন শুরু IRCTC এজেন্ট হিসাবে।
IRCTC-র স্বীকৃতিপ্রাপ্ত টিকিট বুকিং এজেন্ট হয়ে যাওয়ার পর সমস্ত রকমের ট্রেনের বুকিং, তৎকাল, RAC টিকিট— সবই কাটতে পারবেন ঘরে বসেই। প্রতিটি টিকিট বুকিংয়ের জন্য IRCTC তার এজেন্টকে মোটা কমিশন দেয়।
IRCTC এজেন্ট হওয়ার পর কোনও যাত্রীর জন্য নন-এসি টিকিট বুকিংয়ের জন্য ২০ শতাংশ কমিশন দেবে IRCTC।
এসি টিকিটের বুকিংয়ে IRCTC এজেন্ট দ্বিগুণ কমিশন পাবেন। এছাড়াও টিকিটের দামের ১ শতাংশ টাকা এজেন্টকে দেয় IRCTC।
IRCTC এজেন্ট হলে মাসে যত খুশি টিকিট বুক করা যেতে পারে। এছাড়াও মাত্র ১৫ মিনিটে তৎকাল টিকিট বুক করার সুবিধাও পাওয়া যাবে।
একজন IRCTC এজেন্ট হিসেবে ট্রেন ছাড়া আন্তর্জাতিক ও ঘরোয়া ফ্লাইটের টিকিটও বুক করা যাবে। IRCTC-র এজেন্ট হতে হলে বছরে ৩,৯৯৯ টাকার ফি দিতে হবে।