Advertisement

ইউটিলিটি

সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিমা ও সঞ্চয় করুন একই সঙ্গে! জেনে নিন সবিস্তারে

সুদীপ দে
  • 09 Feb 2021,
  • Updated 2:15 PM IST
  • 1/7

করোনা মহামারির কারণে বিমা বা ইনসিওরেন্সের গুরুত্ব বুঝেছেন অনেকেই। তাই এখন হয়তো আর কেউই বিমাকে ‘অপচয়’ বা ‘বাজে খরচ’ বলে মনে করেন না।

  • 2/7

২০২০-র শেষে Google সার্চে সবচেয়ে বেশি খোঁজ করা হয়েছে বিমা বা ইনসিওরেন্সের খুঁটিনাটি বিষয়ে। এমনই নানা বিপর্যয় থেকে সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিমা বা ইনসিওরেন্সের কথা ভাবছেন প্রায় সকল মা-বাবাই।

  • 3/7

সন্তানের ভবিষ্যৎ, অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করতে জীবন বিমা নিগমের (LIC India) Money Back Plan-এ টাকা রাখতে পারেন! দেশের সবচেয়ে বিশ্বস্ত বিমা সংস্থাগুলির মধ্যে অন্যতম ভারতীয় জীবন বিমা নিগম (LIC)।

  • 4/7

রাষ্ট্রায়ত্ত এই বিমা সংস্থাটির Children Money Back Plan সন্তানের ভবিষ্যৎ ও তাঁর অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে একেবারে আদর্শ।

  • 5/7

ভারতীয় জীবন বিমা নিগমের (LIC) এই প্ল্যানে ১২ বছর বয়সী শিশুদের বিমা সুরক্ষার আওতায় আনা যেতে পারে। এই বিমা পলিসির মেয়াদকালে বিমাকারীর জীবনের ঝুঁকিও কভার করার সুবিধা রয়েছে।

  • 6/7

ভারতীয় জীবন বিমা নিগমের (LIC) এই প্ল্যানের মেয়াদ বিমা করার পর সন্তানের বয়স ২৫ বছর হওয়া পর্যন্ত। এই প্ল্যানে ন্যূনতম নিশ্চিত অর্থমূল্য (বেসিক) ১ লক্ষ টাকা। তবে এই প্ল্যানের কোনও ঊর্ধ্বসীমা নেই।

  • 7/7

প্রতি বছর বা প্রতি ৩ মাস / ৬ মাস অন্তর অথবা মাসে মাসে LIC-র Children Money Back Plan প্রিমিয়ামের টাকা দেওয়ার সুবিধে আছে। বছরে বা প্রতি ৬ মাসে প্রিমিয়াম প্রদানের ক্ষেত্রে ১ মাস এবং তিন মাস বা মাসে মাসে প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রে ১৫ দিনের ছাড় পাওয়া যাবে।

Advertisement
Advertisement