Advertisement

ইউটিলিটি

মাত্র ৯ দিনে লাভের অঙ্ক দ্বিগুণ! এই সংস্থার শেয়ারে মিলছে দুর্দান্ত রিটার্ন

Aajtak Bangla
  • 13 Feb 2021,
  • Updated 6:29 PM IST
  • 1/7

আদর পুনাওয়ালার সংস্থা Rising Sun হোল্ডিংস এখন ফাইন্যান্স সংস্থা Magma Fincorp কিনতে চলেছে। ৩৪৫৬ কোটি টাকার এই চুক্তির ফলে Magma Fincorp-এর ৬০ শতাংশ শেয়ার থাকবে Rising Sun-এর দখলে।

  • 2/7

এই চুক্তির খবরের আগে থেকেই Magma Fincorp-এর শেয়ারগুলির দাম বৃদ্ধি পেতে শুরু করে। Magma Fincorp-এর শেয়ার এক সপ্তাহে ৫৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৮.২০ টাকায়। এক মাস আগে Magma Fincorp-এর শেয়ার দর ছিল ৪১ টাকা। মাত্র ৯ দিনে ১০০ শতাংশেরও বেশি দর বেড়েছে এই স্টকটির।

  • 3/7

ম্যাগমা ফিনকার্প একটি নন-ব্যাংকিং আর্থিক সংস্থা। ২৫ জানুয়ারি বিএসইতে Magma Fincorp-এর শেয়ার ছিল ৪৫.১০ টাকা, ১২ ফেব্রুয়ারি, শেয়ারের দাম বেড়েছে ৯৮.২০ টাকাতে। বৃহস্পতিবারও এই সংস্থার শেয়ারটির উচ্চতর সার্কিট হয়েছে ১০ শতাংশ।

  • 4/7

এই স্টকটি গত ৬ থেকে ৮ মাসে বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে। ২০১৯ সালের ২৮ মে এই শেয়ারের দাম ছিল মাত্র ১৩.১৫ টাকা। একই সময়ে, ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি শেয়ারের দাম ছিল ৫ 56.১৫ টাকা। একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ে Magma Fincorp জানিয়েছে যে, সংস্থার বোর্ড আদর পুনাওয়ালার সংস্থা Rising Sun হোল্ডিংসের সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছে।

  • 5/7

আদর পুনাওয়াল্লার সংস্থা Magma Fincorp-এ ৪৫.৮০ কোটি শেয়ার ৭০ টাকা দামে কিনতে মোট ৩৪৫৬ কোটি টাকা বিনিয়োগ করবে। চুক্তি চুড়ান্ত হওয়ার পরে সংস্থাটির নাম পুনাওয়ালা ফিনান্স হয়ে যাবে এবং আদর পুনাওয়ালা পরিচালন পর্ষদের চেয়ারম্যান হবেন।

  • 6/7

চুক্তি সম্পন্ন হলে Magma Fincorp-এ Rising Sun হোল্ডিংয়ের অংশীদারিত্ব ৬০ শতাংশ হয়ে যাবে এবং Magma Fincorp-এর বর্তমান প্রচারক গোষ্ঠীর অংশীদারিত্ব নেমে আসবে ১৩.৩ শতাংশে।

  • 7/7

সংস্থার ব্যবসা ২১ রাজ্য জুড়ে ছড়িয়ে আছে। সংস্থাটি NBFC বাণিজ্যিক ফিনান্স, কৃষি ফিনান্স, এসএমই ফিনান্স-সহ সাধারণ বিমা হিসাবে পরিষেবা সরবরাহ করে। বর্তমানে, সংস্থার ফোকাস গ্রামীণ এবং ছোট শহরগুলিতে। এছাড়াও ২৯৭টি শাখা রয়েছে। সংস্থার ৫০ লক্ষ গ্রাহক রয়েছে এবং ঋণের খাতায় ১৫ হাজার কোটি টাকা।

Advertisement
Advertisement