Advertisement

ইউটিলিটি

Market Price Kolkata : ভেন্ডির মারকাটারি ব্য়াটিং, 'সেঞ্চুরি' পার, অন্য সবজির দাম কেমন ?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Dec 2021,
  • Updated 11:54 AM IST
  • 1/9

Market Price Kolkata: পাইকারি বাজারে সবজির দাম কম। তবে অভিযোগ, খুচরো বাজারে তার দাম বাড়ছে। অনেক বেশি দাম নেওয়া হচ্ছে। ফলে ক্রেতাকে বাড়তি টাকা দিতে হচ্ছে। দেখি নেওয়া যাক পাইকারি বাজারে দাম কেমন ছিল। আর খুচরো বাজারে দাম বেড়ে কেমন হয়েছে।

আরও পড়ুন: দু'হাতে কোনও ক্রমে ঢাকার চেষ্টা! পুনমের বোল্ড TOPLESS ছবি ভাইরাল

  • 2/9

কোলে মার্কেটের দাম-
পটল ৫৫-৬০ টাকা
ভেন্ডি ৭০-৮০ টাকা
বেগুন ৩০-৪০ ছোট ২৫
কুমড়ো ২০-২২
বিট ২৮-৩০ 
দিল্লি যোধপুরের গাজর ২৭-২৭ টাকা, লোকাল ২৫ টাকা
টমেটো ৩৪-৩৬ (পুরুলিয়া) 
বাধাকপি ১৬-১৮ টাকা (সব দাম কেজিতে)

ফুলকপি ৭-২০ টাকা পিস

আরও পড়ুন: ব্লাড প্রেশারে ভুগছেন? মুলো খেয়েও নিয়ন্ত্রণ করতে পারেন, এছাড়াও...

  • 3/9

কোলে মার্কেটে-

কাঁচা লঙ্কা ৩৫-৪০ টাকা (স্থানীয়)
লঙ্কা ৩০ (রাঁচি, উত্তরপ্রদেশ)
বরবটি ৩৬-৪২ টাকা
উচ্ছে ৬৫-৭০ টাকা
ঝিঙ্গে ৪০-৪৫ টাকা কেজি
মুলো ১৬ (সাদা), ১৮ (হালকা লাল), ২০ (লাল)

(সব দাম প্রতি কেজিতে)

আরও পড়ুন: পর্নে মানা, অন্য মহিলার সঙ্গে সম্পর্কেও! স্বামীকে 'বেঁধে' রাখতে আজব নিয়ম স্ত্রীর

  • 4/9

পালং ২০-২২
পিঁয়াজকলি ৪০-৪২
লোকাল ৪৫-৪৬-৪৭

মটরশুটি ৩৫-৪০ টাকা
শশা ৩০-৩২ টাকা

আরও পড়ুন: ৩০ বছর বয়সের পর মা হতে চাইলে এই ৫ জরুরি জিনিস মাথায় রাখুন

  • 5/9

লাউ ২০-২৫টাকা পিস
লেবু ১-২ পিস
ক্যাপ ৬০-৬৫ বাইরের, ৭০
বিনস ৩৫
আলু নতুন ১৬
পুরনো ১৭ টাকা ৫০ পয়সা

আরও পড়ুন: শীতের 'সুপারফুড' লালশাক, ভাল রাখে চোখ-দাঁত, সারায় অ্যানিমিয়া, আরও অনেক গুণ

  • 6/9

পেয়াঁজ ২৫-৩০
আদা (নতুন) ২৫-৪০, পুরনো (১০০) টাকা

রসুন ৫৫-৬৫
সিম ২৫-৩০

  • 7/9

তবে এই সবজিই খুচরে বাজারে অনেকটাই বেশি দামে বিক্রি হচ্ছে। এবারহ দেখে নেওয়া যাক সেখারকার দাম কত-

চন্দ্রমুখী আলুর দাম ২২-২৩ টাকা প্রতি কেজি
জ্যেতি আলু ২০ টাকা প্রতি কেজি
পেঁয়াকলির দাম প্রতি কেজিতে ১০০-১২০ টাকা কেজিতে
ফুলকপির দাম ২৫-৩০ টাকা

ভেন্ডি ১০০ টাকা প্রতি কেজি
পটল ৮০ টাকা প্রতি কেজিতে বিকোচ্ছে

  • 8/9

রুইমাছের দাম ১৭০-১৮০ টাকা প্রতি কেজি। কাতলা ৪০০-৫০০ টাকা প্রতি কেজিতে বিকোচ্ছে। 

  • 9/9

সবজির দাম মাঝে মাঝে বেড়ে যায়। আবার মাঝে মাঝে কমে যায়। গ্রাম বাংলার হাট রয়েছে দু-আড়াই হাজার। ট্রেন লাইনের পাশাপাশি হাট নেই। ১০-১২ কিলোমিটার দূরে। এই কারণে সবজির হাটে গাড়ির সঙ্গে চুক্তি করে নেয়। এবার ঠিক মতো জোগানের ওপর দাম নির্ভর করে।

Advertisement
Advertisement