Advertisement

ইউটিলিটি

Special Trains To NJP: নিউজলপাইগুড়ির জন্য ডিসেম্বর পর্যন্ত একাধিক স্পেশাল ট্রেন! জানুন সূচি

Aajtak Bangla
  • 24 Nov 2021,
  • Updated 3:33 PM IST
  • 1/9

এ বছর উত্তরবঙ্গে অনেকটাই বেড়েছে পর্যটকদের আনাগোনা। ডিসেম্বর পর্যন্ত দার্জিলিং, সিকিম, ডুয়ার্সের অধিকাংশ হোটেল, হোম স্টের বুকিং সারা হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে পর্যটকদের বাড়তি ভিড়ের চাপ সামলাতে নিউজলপাইগুড়ির জন্য ডিসেম্বর পর্যন্ত একাধিক স্পেশাল ট্রেন পরিষেবা বহাল রাখল রেল।

  • 2/9

আগামী ডিসেম্বর পর্যন্ত নিউজলপাইগুড়ির জন্য হাওড়া ও শিয়ালদহ থেকে স্পেশাল ট্রেনের পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। কোন কোন দিন হাওড়া ও শিয়ালদহ থেকে ওই স্পেশাল ট্রেন চলবে, দেখে নিন তার সূচি...

  • 3/9

০৩৭৫১ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি স্পেশাল এক্সপ্রেস: প্রতি বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। পরদিন সকালে ১০টা ১০ মিনিটে ট্রেনটি ঢুকবে নিউ জলপাইগুড়িতে।

  • 4/9

০৩৭৫১ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি স্পেশাল এক্সপ্রেস: প্রতি বৃহস্পতিবার অর্থাৎ আগামী ২, ৯, ১৬, ২৩ এবং ৩০ ডিসেম্বর এই ট্রেন মিলবে।

  • 5/9

০৩৭৫২ নিউ জলপাইগুড়ি শিয়ালদহ স্পেশাল এক্সপ্রেস: প্রতি সপ্তাহে শুক্রবার বেলা ১২টা ৫০ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে। শিয়ালদহ পৌঁছাবে রাত ১১টা ৫ মিনিটে।

  • 6/9

০২৩০৭ হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল এক্সপ্রেস: প্রতি সপ্তাহে বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। নিউ জলপাইগুড়িতে পৌঁছাবে পরদিন সকাল ১০টা ১০ মিনিটে।

  • 7/9

০২৩০৭ হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল এক্সপ্রেস: প্রতি বুধবার অর্থাৎ আগামী ১, ৮, ১৫, ২২ এবং ২৯ ডিসেম্বর হাওড়া থেকে ছাড়বে ট্রেনটি।

  • 8/9

০২৩০৮ নিউ জলপাইগুড়ি-হাওড়া স্পেশাল এক্সপ্রেস: প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বেলা ১২টা ৫০ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে। রাত ১১টা ৫ মিনিটে ট্রেনটি হাওড়ায় পৌঁছাবে।

  • 9/9

০২৩০৮ নিউ জলপাইগুড়ি-হাওড়া স্পেশাল এক্সপ্রেস: প্রতি বৃহস্পতিবার অর্থাৎ আগামী ২, ৯, ১৬, ২৩ এবং ৩০ ডিসেম্বর এই ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে চলবে।

Advertisement
Advertisement