Advertisement

ইউটিলিটি

শূন্যপদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ করছে NTPC! আবেদন করুন আজই

সুদীপ দে
  • 07 Dec 2020,
  • Updated 4:55 PM IST
  • 1/8

মোট ৭০টি শূন্যপদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (ট্রেনি) নিয়োগ করছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (NTPC)। ওড়িশা, ছত্রিশগড়ে, ঝাড়খন্ডের বিভিন্ন কয়লা খনিগুলির (Coal Mine) জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। জেনে নিন এই নিয়োগ সম্পর্কে খুঁটিনাটি তথ্য আর ঘরে বসেই আবেদন করুন অনলাইনে। চাকরির যাবতীয় খবরাখবরের জন্য ক্লিক করুন এখানে...

  • 2/8

মাইনিংয়ে ৪০টি, ইলেকট্রিক্যালে ১০টি, মেকানিক্যালে ১২টি এবং মাইন সার্ভেতে ৮টি আসন রয়েছে। নিয়োগ হওয়া প্রার্থীদের প্রথমে ২ বছরের ট্রেনিং দেওয়া হবে বিভিন্ন কয়লা খনিতে। ১২ ডিসেম্বর, ২০২০ তারিখ পর্যন্ত প্রার্থীদের বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে। ডিসেম্বর, ২০২০ তারিখ পর্যন্ত Land Oustees-এর প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

  • 3/8

মাইনিং-এর প্রার্থীদের রেগুলার, অন্তত ৭০ শতাংশ নম্বর নিয়ে মাইনিং অথবা মাইনিং অ্যান্ড মাইন সার্ভেইং ইঞ্জিনিয়ারিংয়ের (রেগুলার) ডিপ্লোমা থাকা চাই। ইলেক্ট্রিক্যাল-এর (রেগুলার) প্রার্থীদের অন্তত ৭০ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রিক্যাল অথবা ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের (রেগুলার) ডিপ্লোমা থাকা চাই। মেকানিক্যাল-এর (রেগুলার) প্রার্থীদের অন্তত ৭০ শতাংশ নম্বর নিয়ে মেকানিক্যাল অথবা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের (রেগুলার) ডিপ্লোমা থাকা চাই।

  • 4/8

সরকারি নিয়ম অনুযায়ী, শারীরিক প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষিত থাকবে। মাইন সার্ভে-এর প্রার্থীদের, অন্তত ৭০ শতাংশ নম্বর নিয়ে মাইন সার্ভে অথবা ডিপ্লোমা ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইন মাইনিং অ্যান্ড মাইন সার্ভেইং অথবা মাইনিং অ্যান্ড মাইন সার্ভেইং-এর (রেগুলার) ডিপ্লোমা থাকা চাই। মসস্ত ক্ষেত্রেই তফশিলি অথবা শারীরিক প্রতিবন্ধীদের অন্তত পাস মার্ক এবং Land Oustees-এর প্রার্থীদের ক্ষেত্রে অন্তত ৫০ শতাংশ নম্বর পেতে হবে।

  • 5/8

আবেদনের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের থেকে প্রথমে দুই ধাপে অনলাইন টেস্ট (কম্পিউটার বেসড টেস্ট)-এর মাধ্যমে প্রার্থি বাছাই করা হবে। প্রথমে হবে অনলাইন অ্যাপটিটিউড টেস্ট। অ্যাপটিটিউড টেস্টে মোট ১২০টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। উত্তরের জন্য প্রার্থীরা ২ ঘণ্টা সময় পাবেন। প্রতিটি ১ নম্বরের প্রশ্ন। এই অ্যাপটিটিউড টেস্টে নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। অর্থাৎ, চারটি ভুল উত্তরে ১ নম্বর কাটা যাবে। অ্যাপটিটিউড টেস্টে পাশ করতে হলে অন্তত ৪০ শতাংশ নম্বর পেতে হবে। তবে তফশিলি, ওবিসি অথবা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৩০ শতাংশ নম্বর পেলেই হবে।

  • 6/8

অনলাইন টেস্টের দ্বিতীয় ধাপে হবে টেকনিক্যাল টেস্ট। এতে সংশ্লিষ্ট বিষয়ের ১২০টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। উত্তরের জন্য প্রার্থীরা ২ ঘণ্টা সময় পাবেন। প্রতি প্রশ্নে ১ নম্বর। প্রতিটি ১ নম্বরের প্রশ্ন। এই অ্যাপটিটিউড টেস্টে নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। অর্থাৎ, চারটি ভুল উত্তরে ১ নম্বর কাটা যাবে। অ্যাপটিটিউড টেস্টে পাশ করতে হলে অন্তত ৪০ শতাংশ নম্বর পেতে হবে। তবে তফশিলি, ওবিসি অথবা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৩০ শতাংশ নম্বর পেলেই হবে।

  • 7/8

প্রার্থীর বেছে নেওয়া শহরের পরীক্ষা কেন্দ্রেই পরীক্ষা হবে। এর জন্য পছন্দের শহরের নাম উল্লেখ করে অনলাইনে দরখাস্ত করতে হবে। দরখাস্তের ফি বাবদ ৩০০ টাকা দিতে হবে। তবে তফশিলি, প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী বা মহিলাদের এই ফি দিতে হবে না। 

  • 8/8

ফি জমা দিতে হবে NTPC-র অনুকূলে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন দিল্লির CAG শাখায় (Branch Code: 09996) বিশেষ ভাবে খোলা এই অ্যাকাউন্ট নম্বরে 30987919993। NTPC পোর্টাল থেকে ডাউনলোড করা চালানের মাধ্যমে ফি জমা দিতে হবে নিকটবর্তী স্টেট ব্যাঙ্কের শাখায়। আগামী ১২ ডিসেম্বরের মধ্যে www.ntpccareers.net ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন সেরে ফেলতে হবে।

Advertisement
Advertisement