Advertisement

ইউটিলিটি

কলকাতার কোন রুটে কোন বাস, জেনে নিন খুঁটিনাটি: আজ তৃতীয় পর্ব

সুদীপ দে
  • 07 Dec 2020,
  • Updated 6:10 PM IST
  • 1/5

নিউ নর্মালে অনেকেই কাজের জন্য বাড়ির বাইরে পা রাখতে শুরু করেছেন। কিন্তু মাস ছয়-সাতেক পর অনেকরই খেয়াল নেই অথবা জানেন না যে কলকাতার কোন রুটে কোন বাস চলছে বা কোন বাসের রুট বদলেছে। চলুন একে একে সব জেনে নেওয়া যাক। আজ তৃতীয় পর্ব...

  • 2/5

32A নম্বর বাস: দক্ষিণেশ্বর থেকে সল্টলেক টেকনোপলিস, 34B নম্বর বাস: এসপ্ল্যানেড থেকে ডানলপ, 34B/1 নম্বর বাস: এসপ্ল্যানেড থেকে পার ডানকুনি, 34C নম্বর বাস: এসপ্ল্যানেড থেকে নওয়াপাড়া / দম দম ক্যান্টনমেন্ট (প্রমোদ নগর), 37 নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে ঢাকুরিয়া।

  • 3/5

37A নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে নয়াবাদ (গড়িয়া), 39 নম্বর বাস: পিকনিক গার্ডেন থেকে হাইকোর্ট, 39A/2 নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে ভিআইপি বাজার, 39A/2 নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে ভোজেরহাট, 40A নম্বর বাস: বাবুঘাট থেকে জুলপিয়া, 40B নম্বর বাস: ঠাকুরপুকুর থেকে বাবুঘাট, 41 নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে লায়ালকা, 41B নম্বর বাস: হাই কোর্ট থেকে নেতাজী নগর।

  • 4/5

42A নম্বর বাস: পিকনিক গার্ডেন থেকে বিচালিঘাট, 42B নম্বর বাস: বেলেঘাটা সেল্স ট্যাক্স থেকে বিচালিঘাট, 43 নম্বর বাস: এসপ্ল্যানেড থেকে বণহুগলি, 43/1 নম্বর বাস: এসপ্ল্যানেড থেকে আড়িয়াদহ, 44 নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে বাগুইহাটি, 44A নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে সল্টলেক, 45 নম্বর বাস: পাটুলি থেকে এয়ারপোর্ট ১ নম্বর গেট।

  • 5/5

45A নম্বর বাস: গৌরীপুর থেকে গড়িয়া রেল স্টেশন, 45B নম্বর বাস: বিল্ডিং মোড় থেকে গড়িয়া রেল স্টেশন, 46 নম্বর বাস: এসপ্ল্যানেড থেকে এয়ারপোর্ট ১ নম্বর গেট, 46B নম্বর বাস: এসপ্ল্যানেড থেকে আকাঙ্ক্ষা, 47 নম্বর বাস: লেক টাউন থেকে নিউ টাউন, 47B নম্বর বাস: লেক টাউন থেকে রুবি হাসপাতাল, 47/1 নম্বর বাস: টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে সল্টলেক ১২ নম্বর জলের ট্যাঙ্ক।

Advertisement
Advertisement