Advertisement

ইউটিলিটি

Ajker Petrol, Diesel Dam: শীঘ্রই কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম; আজ কলকাতায় জ্বালানির দর কত?

Aajtak Bangla
  • 24 Jun 2022,
  • Updated 9:58 AM IST
  • 1/10

গত কয়েক দিনে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ১০ শতাংশ কমেছে। কিন্তু এখনও ব্রেন্ট ক্রুডের (Brent crude) দর ১০০ ডলারের উপরেই রয়েছে।

  • 2/10

শীঘ্রই অপরিশোধিত তেলের দাম আরও ১০-১৫ শতাংশ কমার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, ব্রেন্ট ক্রুডের (Brent crude) দর ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে নেমে আসতে পারে।

  • 3/10

অপরিশোধিত তেলের দাম কমলে তার প্রভাবে দেশেও পেট্রোল-ডিজেলের দাম কমার সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার IOCL প্রকাশিত পেট্রোল-ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। চলুন দেখে নেওয়া যাক আজ কোন শহরে কত যাচ্ছে জ্বালানির দাম (Petrol, Dieseler dam)…

  • 4/10

দিল্লিতে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ১০৫ টাকা ৪১ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৯৬ টাকা ৬৭ পয়সা।

  • 5/10

মুম্বইয়ে শুক্রবার প্রতি লিটারে পেট্রোলের দাম ১২০ টাকা ৫১ পয়সা আর ডিজেলের দাম ১০৪ টাকা ৭৭ পয়সা।

  • 6/10

কলকাতায় আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ১১৫ টাকা ১২ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৯৯ টাকা ৮৩ পয়সা।

  • 7/10

শুক্রবার চেন্নাইতে পেট্রোলের দাম ১১০ টাকা ৮৫ পয়সা আর ডিজেলের দাম ১০০ টাকা ৯৪ পয়সা।

  • 8/10

এই চার মহানগর ছাড়াও ভোপালে আজ পেট্রোল প্রতি লিটারে ১০৮ টাকা ৬৫ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৯৩ টাকা ৯০ পয়সা।

  • 9/10

লখলউতে শুক্রবার পেট্রোল প্রতি লিটারে ৯৬ টাকা ৫৭ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯ টাকা ৭৬ পয়সা।

  • 10/10

রাঁচিতে আজ এক লিটার পেট্রোলের দাম ৯৯ টাকা ৮৪ পয়সা আর ডিজেলের দাম ৯৪ টাকা ৬৫ পয়সা প্রতি লিটার।

Advertisement
Advertisement