Advertisement

ইউটিলিটি

Fuel Prices Today: কমতে পারে Petrol, Diesel-এর দাম! মঙ্গলবারেও অপরিবর্তিত তেলের দর

Aajtak Bangla
  • 02 Mar 2021,
  • Updated 11:22 AM IST
  • 1/8

এ বার কমতে পারে তেলের দাম! এমনই ইঙ্গিত মিলেছে কেন্দ্রীয় আধিকারিকদের সূত্রে। সূত্রের খবর, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক পেট্রোল, ডিজেলে শুল্ক কমানোর চিন্তা-ভাবনা করছে। এর জন্য তেল সংস্থা ও রাজ্যগুলির সঙ্গে আলোচনাও চালাচ্ছে কেন্দ্রীয় তেল মন্ত্রক।

  • 2/8

রবিবার, সোমবারের পর মঙ্গলবারেও অপরিবর্তিত Petrol, Diesel-এর দাম। শনিবার তেলের বাম বৃদ্ধির পরবর্তী তিন দিন অপরিবর্তিত রইল Petrol, Diesel-এর দাম। জেনে নিন আজ কোন শহরে কত যাচ্ছে তেলের দাম…

  • 3/8

দিল্লিতে আজ পেট্রলের দাম লিটার প্রতি ৯১ টাকা ১৭ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৮১ টাকা ৪৭ পয়সা।

  • 4/8

মুম্বইয়ে মঙ্গলবার প্রতি লিটারে পেট্রোলের দাম ৯৭ টাকা ৫৭ পয়সা আর ডিজেলের দাম ৮৮ টাকা ৬০ পয়সা।

  • 5/8

মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ৯১ টাকা ৩৫ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৮৪ টাকা ৩৫ পয়সা।

  • 6/8

চেন্নাইতে আজ পেট্রোলের দাম ৯১ টাকা ১১ পয়সা আর ডিজেলের দাম ৮৬ টাকা ৪৫ পয়সা।

  • 7/8

চার মহানগর ছাড়াও উত্তর প্রদেশের রাজধানী লখনউতে মঙ্গলবার এক লিটার পেট্রোলের দাম ৮৯ টাকা ৩১ পয়সা আর ডিজেলের দাম ৮১ টাকা ৮৫ পয়সা প্রতি লিটার।

  • 8/8

মঙ্গলবার পটনায় পেট্রোল প্রতি লিটারে ৯৩ টাকা ৪৮ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮৬ টাকা ৭৩ পয়সা।

Advertisement
Advertisement