Advertisement

ইউটিলিটি

Fuel Prices Today: সাময়িক স্বস্তি! আজ দেশজুড়ে অপরিবর্তিত পেট্রোল-ডিজেলের দাম

Aajtak Bangla
  • 30 Jun 2021,
  • Updated 10:43 AM IST
  • 1/10

মঙ্গলবার দাম বৃদ্ধির পর নতুন ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে পেট্রোল-ডিজেলের দর! বিগত দু’মাসে প্রতি লিটারে ৮ টাকারও বেশি বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম! তবে আজ দেশজুড়ে অপরিবর্তিত রয়েছে পেট্রোল-ডিজেলের দাম।

  • 2/10

মে মাসে মোট ১৬ বার বেড়েছিল তেলের দাম। জুনেও ঊর্ধ্বমুখী তেলের দাম। জুন মাসের ২৯ দিনের মধ্যে ১৬ দিনই বেড়েছে তেলের দাম। ভোট পরবর্তিকালে মোট ৩২ বার বেড়েছে পেট্রোল-ডিজেলের দর!

  • 3/10

ভোপাল, জয়পুর, মোহালি, পটনা, মুম্বই-সহ দেশের একাধিক শহরে ১০০ টাকা ছাড়িয়েছে পেট্রোলের দাম। চেন্নাই, কলকাতায় পেট্রোলের দামে সেঞ্চুরি এখন শুধু সময়ের অপেক্ষা। চলুন জেনে নিন আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম…

  • 4/10

দিল্লিতে আজ পেট্রলের দাম লিটার প্রতি ৯৮ টাকা ৮১ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৮৯ টাকা ১৮ পয়সা।

  • 5/10

মুম্বইয়ে বুধবার প্রতি লিটারে পেট্রোলের দাম ১০৪ টাকা ৯০ পয়সা আর ডিজেলের দাম ৯৬ টাকা ৭২ পয়সা।

  • 6/10

কলকাতায় আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৮ টাকা ৬৪ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৯২ টাকা ০৩ পয়সা।

  • 7/10

বুধবার চেন্নাইতে পেট্রোলের দাম ৯৯ টাকা ৮০ পয়সা আর ডিজেলের দাম ৯৩ টাকা ৭২ পয়সা।

  • 8/10

এই চার মহানগর ছাড়াও বুধবার বেঙ্গালুরুতে এক লিটার পেট্রোলের দাম ১০২ টাকা ১১ পয়সা আর ডিজেলের দাম ৯৪ টাকা ৫৪ পয়সা প্রতি লিটার।

  • 9/10

ভোপালে আজ এক লিটার পেট্রোলের দাম ১০৭ টাকা ০৭ পয়সা আর ডিজেলের দাম ৯৭ টাকা ৯৩ পয়সা প্রতি লিটার।

  • 10/10

পটনায় বুধবার পেট্রোল প্রতি লিটারে ১০০ টাকা ৮১ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৯৪ টাকা ৫২ পয়সা।

Advertisement
Advertisement