Advertisement

ইউটিলিটি

Post Office FD: পোস্ট অফিসে এই স্কিমে টাকা রাখলে ব্যাঙ্কের চেয়ে বেশি সুদ, আয়করে ছাড়

Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Mar 2022,
  • Updated 8:58 PM IST
  • 1/10

Post office FD: ব্যাঙ্কের চেয়ে অনেকে পোস্ট অফিসে অর্থসঞ্চয় করতে বেশি পছন্দ করেন। পোস্ট অফিসে সঞ্চয় প্রকল্পে কী কী সুবিধা মেলে? 

  • 2/10

বিনিয়োগ 

পোস্ট অফিসে National Savings Time Deposit Account খুলতে পারেন। রাখতে পারেন ন্যূনতম ১০০০ টাকা। আর ১০০ টাকার গুণিকতে টাকার অঙ্ক বাড়াতে পারেন। সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। 
 

  • 3/10

সুদ

- বার্ষিক সুদ পান বিনিয়োগকারীরা। তবে ত্রৈমাসিক সুদের হিসাব করা হয়।    

  • 4/10

সুদ

- একবছরের জন্য সুদ ৫.৫ শতাংশ। 

 

  • 5/10

সুদ

- ২ বছরের সঞ্চয়েও পান ৫.৫ শতাংশ সুদ। 

  • 6/10

সুদ

- ৩ বছরেও সুদের হার একই। ৫.৫ শতাংশ মেলে। 

  • 7/10

সুদ

- ৫ বছরের জন্য সুদের হার ৬.৭ শতাংশ। 
 

  • 8/10

মেয়াদ

সঞ্চয়ী আমানত খোলার পর মেয়াদ শেষ হবে ১, ২, ৩ এবং ৫ বছর পরে। 

  • 9/10

টাকা তোলা

আমানত করার ৬ মাসের মধ্যে টাকা তোলা যাবে না। ৬ থেকে ১ বছরের মধ্যে টাকা তুললে সুদ পাবেন ৪ শতাংশ। 

  • 10/10

কর ছাড়

৫ বছরের আমানতের উপর বিনিয়োগকারীরা পান কর ছাড়ের সুবিধা। আয়কর আইন ১৯৬১-র ৮০সি ধারায় এই ছাড় মেলে।   
 

Advertisement
Advertisement