Advertisement

ইউটিলিটি

Drone Taxi in India: শীঘ্রই ভারতে লঞ্চ করছে উড়ন্ত ট্যাক্সি! সহজেই মিলবে যানজট থেকে মুক্তি

Aajtak Bangla
  • 28 Sep 2021,
  • Updated 3:56 PM IST
  • 1/6

যানজটের সমস্যা এড়াতে এ বার উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু হতে চলেছে ভারতে। একটা সময় পর্যন্ত যে দৃশ্য শুধুমাত্র সাই-ফাই বা কল্পবিজ্ঞান ভিত্তিক হলিউডের ছবিতে দেখা যেত, তা এখন বাস্তবে চালু হতে চলেছে এ দেশে। 

  • 2/6

অতিরিক্ত ভাড়া, বিমানবন্দরের দুরত্ব বা অন্যান্য বেশ কিছু অসুবিধার কারণে এখনও যাঁদের বিমানে চড়া হয়ে ওঠেনি, তাঁরা এ বার উড়ন্ত ট্যাক্সি বা ড্রোন ট্যাক্সির দৌলতে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের নির্দিষ্ট গন্তব্যে উড়ে পৌঁছে যেতে পারবেন অনায়াসে!

  • 3/6

আগামী কয়েক বছরের মধ্যে দিল্লি, গুরুগ্রাম, নয়ডার মতো বড় শহরে এই ড্রোন ট্যাক্সি পরিষেবার হাত ধরে সহজ হতে চলেছে ‘আকাশ যাত্রা’। এ প্রসঙ্গে অসামরিক বিমান পরিষেবার (MCA) সচিব প্রদীপ খরোলা, Aaj Tak India Today-র সঙ্গে বিশেষ আলাপচারিতায় এই উড়ন্ত ট্যাক্সি বা ড্রোন ট্যাক্সি পরিষেবা লঞ্চের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন।

  • 4/6

MCA সচিব প্রদীপ খরোলা জানান, কেন্দ্র সরকার গত মাসেই ড্রোন বিধি ২০২১ নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। তাই যদি সব কিছু ঠিক থাকে, তাহলে আগামী কয়েক বছরে ভারতে ড্রোন ট্যাক্সি বা এয়ার ট্যাক্সি পরিষেবা পুরোদমে চালু হয়ে যাবে।

  • 5/6

সরকার এখন যে ড্রোন অনুমোদন করেছে যেগুলি এ দেশে ৫০০ কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম।  অর্থাৎ, এখন দেশে এই ধরনের ড্রোন তৈরি করা যাবে যা আগামী দিনে বাণিজ্যিক ব্যবহারে ৫-৬ জনকে নিয়ে অনায়াসে উড়তে সক্ষম হবে।

  • 6/6

MCA সচিব জানান, এই উড়ন্ত ট্যাক্সি বা ড্রোন ট্যাক্সিগুলিতে যাত্রা অত্যন্ত নিরাপদ হবে। যাত্রীদের নিরাপত্তার দিকটি এ ক্ষেত্রে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিকল্পনা যে গতিতে এগচ্ছে, তাতে খুব শীঘ্রই উড়ন্ত ট্যাক্সি বা ড্রোন ট্যাক্সির পরিষেবা দেশে চালু করা যাবে বলে আশা প্রদীপ খরোলার।

Advertisement
Advertisement