Advertisement

ইউটিলিটি

কলকাতার হেঁশেলের খবর: শুক্রবার কতয় মিলছে মাছ, মাংস, সবজি? জেনে নিন

Aajtak Bangla
  • 26 Feb 2021,
  • Updated 10:04 AM IST
  • 1/6

দেশজুড়ে উর্ধ্বমুখী তেল ও রান্নার গ্যাসের দাম। এর সঙ্গে তাল মিলিয়ে কিছুটা বেড়েছে মাছ, মাংসের দাম, সেই সঙ্গে বাড়ছে পেঁয়াজের দাম! অফিস ফেরৎ বাজার করবেন ভাবছেন! চলুন এক নজরে দেখে নেওয়া যাক শুক্রবার কলকাতায় কত যাচ্ছে মাছ, মাংস, শাক-সবজির বাজার দর (স্থানীয় বাজার দরে সামান্য হের ফের হতে পারে)।

  • 2/6

নতুন আলু ৮ টাকা প্রতি কেজি, জ্যোতি আলু ৫-৮ টাকা প্রতিকিলো (পাইকারি বাজার দর প্রতি কিলো ৩-৫ টাকা), চন্দ্রমুখী আলু ১০-১২ টাকা কিলো (পাইকারি বাজার দর প্রতি কিলো ৮-১০ টাকা), পেঁয়াজ প্রতি কিলো ৭০-৮০ টাকা (পাইকারি বাজার দর প্রতি কিলো ৪০-৫০ টাকা)।

  • 3/6

আদা প্রতি কিলো ৫০ টাকা, কাঁচালঙ্কা প্রতি কিলো ৮০ টাকা, বেগুন প্রতি কিলো ১৫ টাকা, গাজর প্রতি কিলো ৩০ টাকা, ঢ্যাঁড়স প্রতি কিলো ৮০ টাকা, পেঁয়াজকলি ২০ টাকা প্রতি কিলো, কড়াইশুঁটি ২০ টাকা প্রতি কিলো।

  • 4/6

ফুলকপি একটা ৮-১০ টাকা, বাঁধাকপি প্রতি কেজি ১৫-২০ টাকা, কুমড়ো প্রতি কিলো ১৫ টাকা, উচ্ছে প্রতি কিলো ৪০ টাকা, টমেটো প্রতি কিলো ৪০ টাকা, শিম প্রতি কিলো ১৫-২০ টাকা, লাউ প্রতি কিলো ২০ টাকা, পটল প্রতি কিলো ৮০ টাকা।

  • 5/6

রুই মাছ (গোটা) প্রতি কেজি ১৬০-১৮০ টাকা, রুই মাছ (কাটা) প্রতি কেজি ২০০-২২০ টাকা, কাতলা মাছ (গোটা) প্রতি কেজি ২০০ টাকা, কাতলা মাছ (কাটা) প্রতি কেজি ২৬০-৩০০ টাকা, বাটা মাছ প্রতি কেজি ১৫০-১৮০ টাকা, ভেটকি মাছ প্রতি কেজি ৪০০-৪৫০ টাকা, গলদা চিংড়ি প্রতি কেজি ৪০০-৪৫০ টাকা, বাগদা চিংড়ি প্রতি কেজি ৫৫০-৭০০ টাকা।

  • 6/6

মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১১০-১৩০ টাকা, মুরগির মাংস (কাটা) প্রতি কেজি ১৫০-১৮০ টাকা, পাঁঠা/ খাসির মাংস প্রতি কেজি ৬৫০-৭২০ টাকা।

Advertisement
Advertisement