Advertisement

ইউটিলিটি

Rail New Time Table: আজ থেকে বদলে গেল বেশ কিছু ট্রেনের সময়! জানুন নয়া সময়সূচি

Aajtak Bangla
  • 01 Oct 2021,
  • Updated 4:41 PM IST
  • 1/6

আজ থেকে বদলে গেল বেশ কিছু ট্রেনের সময়সূচি। বদলের তালিকায় রয়েছে হাওড়া, কলকাতা স্টেশন, শালিমার থেকে ছেড়ে যাওয়া বেশ কয়েকটি ট্রেনও। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ট্রেনের সময় বদলাল এবং সেগুলির পরিবর্তিত সময়সূচি...

  • 2/6

আজ থেকে হাওড়া লালকুয়া স্পেশাল ট্রেনটি লালকুয়া স্টেশনে ৬টা ৫৫ মিনিটের বদলে সকাল ৭টায় পৌঁছবে। হাওড়া কাঠগোদাম স্পেশাল ট্রেনটি আজ থেকে সকাল ৯টা ২৫ মিনিটের পরিবর্তে কাঠগোদাম স্টেশনে ২৫ মিনিট আগে, সকাল ৯টায় পৌঁছবে।

  • 3/6

১ অক্টোবর থেকে নিউ দিল্লি কাঠগোদাম স্পেশাল ট্রেন সকাল ১১টা ৫৫ মিনিটের পরিবর্তে সকাল ১১টা ৪০ মিনিটে কাঠগোদাম স্টেশনে পৌঁছবে। এ ছাড়াও দিল্লি কাঠগোদাম স্পেশাল ট্রেনটি কাঠগোদাম স্টেশন ছাড়বে ৮টা ৪৫ মিনিটে।

  • 4/6

আজ থেকে গোরক্ষপুর কলকাতা স্পেশাল ট্রেনটি গোরক্ষপুর থেকে সকাল ১১টা ৩০ মিনিটের পরিবর্তে সকাল ১১টা ২৫ মিনিটে ছাড়বে। আজ থেকে গোরক্ষপুর শালিমার ট্রেনটি গোরক্ষপুর ছাড়বে দুপুর ১টা ৫০ মিনিটে।

  • 5/6

১ অক্টোবর থেকে জম্মু তাওয়াই কাঠগোদাম স্পেশাল ট্রেনটি দুপুর ১টা ৪৫ মিনিটের বদলে ১০ মিনিট আগে দুপুর ১টা ৩৫ মিনিটে কাঠগোদাম স্টেশনে পৌঁছবে।

  • 6/6

আজ থেকে কানপুর সেন্ট্রাল কাঠগোদাম স্পেশাল ট্রেনটি দুপুর ২টো ৫৫ মিনিটের বদলে কাঠগোদাম স্টেশনে পৌঁছবে দুপুর ২টো ৪০ মিনিটে। বাকি আরও যে ট্রেনের সূচি পরিবর্তিত হয়েছে। পূর্ণাঙ্গ পরিবর্তিত সূচি রেলের অফিশিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন।

Advertisement
Advertisement