Advertisement

ইউটিলিটি

দ্বাদশ পাসেই Group C পদে লোক নিচ্ছে রেল! মাইনে ৯২,৩০০ টাকা পর্যন্ত

Aajtak Bangla
  • 31 Aug 2021,
  • Updated 4:35 PM IST
  • 1/9

Western Railway Recruitment 2021: রেলওয়ে রিক্রুটমেন্ট সেলে (RRC) পশ্চিম রেলওয়েতে গ্রুপ সি পদের জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু করেছে। যেখানে স্পোর্টস কোটাতে বিভিন্ন পদে নিয়োগ করা হবে।
 

  • 2/9

RRC ওয়েস্টার্ন রেলওয়ে নিয়োগের মাধ্যমে স্পোর্টস কোটার অধীনে মোট ২১ টি পদে নিয়োগ করা হবে। পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই শূন্যপদ রয়েছে।
 

  • 3/9

সমস্ত পদ রেলওয়েতে ক্রীড়া বিভাগে নিয়োগের জন্য নির্ধারিত রিয়েছে অর্থাৎ ওবিসি, এসসি, এসটি ক্যাটাগরির জন্য কোনও রিজার্ভেশন থাকবে না।
 

  • 4/9

রেলওয়েতে নিয়োগের জন্য বেতন স্তর ৪ এবং ৫ পদের জন্য আবেদনকারী প্রার্থীদের যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।
 

  • 5/9

০২ এবং ০৩ বেতন স্তরের জন্য প্রার্থীদের একটি স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ পাস হতে হবে। এর পাশাপাশি নির্দিষ্ট কোনও খেলার ক্রীড়া যোগ্যতাও থাকতে হবে।
 

  • 6/9

বয়স হতে হবে ১৮-২৫-এর মধ্যে। এর বেশি বয়স হলে নেওয়া হবে না।
 

  • 7/9

রেলওয়েতে ক্রীড়া কোটার মোট ২১ টি পদে নির্বাচিত যোগ্য প্রার্থীরা ভাল বেতন পাবেন। যেখানে ৫ টি পদে ৪ ও ৫ স্তরের জন্য ২৫,৫০০ থেকে ৯২,৩০০ পর্যন্ত বেতন দেওয়া হবে।
 

  • 8/9

বাকি ১৬ টি পদ ২ ও ৩ স্তরের জন্য বেতন ১৯,৯০০-৬৯,১০০ পর্যন্ত হতে পারে।
 

  • 9/9

যোগ্য ও আগ্রহী প্রার্থীরা 0০৩ সেপ্টেম্বর পর্যন্ত rrc-wr.com এ ওয়েস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
 

Advertisement
Advertisement