Advertisement

ইউটিলিটি

বাঘ বেরোতেই নিয়ম বদল, বক্সায় সাফারিতে যাওয়ার আগে জেনে নিন

অসীম দত্ত
  • আলিপুরদুয়ার,
  • 17 Dec 2021,
  • Updated 12:05 AM IST
  • 1/11

দীর্ঘ ২৩ বছর পরে বক্সার বাঘ বনের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মেলার পরই বক্সার রাজ্য বনদপ্তরের নির্দেশে পর্যটকদের জন্য  বন্ধ করে দেওয়া হয়েছিল বক্সার জঙ্গল সাফারি।
 

  • 2/11

যদিও জঙ্গল সাফারি বন্ধ করে দেবার ছয় দিনের মাথায় ফের বক্সার জঙ্গলে পর্যটকদের জঙ্গল সাফারির জন্য  শুক্রবার থেকে রাজ্য বনদপ্তরের নির্দেশে চালু হয়ে যাচ্ছে জঙ্গল সাফারি।

  • 3/11

জঙ্গল সাফারি চালু হলেও রাজ্য বনদপ্তরের নির্দেশে জঙ্গল সাফারির ক্ষেত্রে বেশ কিছু নিয়মের পরিবর্তন করছে বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ। 
বনদপ্তরের এই সিদ্ধান্তে খুশি পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যবসায়ী মহল এবং পর্যটকরা।

  • 4/11

খুশি বক্সার জঙ্গল সাফারির সাথে জড়িত ট্যুরিস্ট গাইড এবং সাফারি চালকরা। করোনা সংক্রমণের জেরে দীর্ঘদিন জঙ্গল বন্ধ থাকার কারণে কর্মসংস্থান হারিয়ে ছিল পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যবসায়ী এবং ট্যুরিস্ট গাইড সাফারি চালকরা।

  • 5/11

করোনা সংক্রমণ কিছুটা কম হতেই পর্যটকদের জন্য জঙ্গল খুলে দেওয়া হয়। জঙ্গল খুলে দেবার পর ফের কর্মসংস্থান খুঁজে পায় পর্যটন শিল্পের সাথে জড়িত মানুষরা।

  • 6/11

তবে গত ১২ ডিসেম্বর বক্সার জঙ্গলে ট্র‍্যাপ ক্যামেরায় রয়াল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়তেই সর্তক হয়ে উঠে বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ।

  • 7/11

বক্সার জঙ্গলে রয়াল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়তেই বক্সার জঙ্গলে পর্যটকদের জন্য জঙ্গল সাফারি বন্ধ করে দেওয়া হয়। এর জেরে পর্যটকরা বক্সার জয়ন্তী পর্যটন কেন্দ্র থেকে মুখ ফিরিয়ে নেয়। ক্ষতিগ্রস্ত হয় বক্সার পর্যটন শিল্প।

  • 8/11

রয়াল বেঙ্গলের দর্শনে জয়ন্তী পর্যটন কেন্দ্রে জঙ্গল সাফারি বন্ধ হয়ে যাওয়াতে ফের কর্মহীন হয়ে পড়ে বক্সার ট্যুরিস্ট গাইড এবং জিপসি চালকরা।

  • 9/11

বক্সার ট্যুরিস্ট গাইড অমিত কুর্মি বলেন রয়াল বেঙ্গল টাইগারের দেখা মেলায় জঙ্গল সাফারি বন্ধ করে দেওয়াতে আমরা এই ছয়দিন কর্মহীন ছিলাম।তবে ফের জঙ্গল সাফারি চালু হওয়াতে আমরা খুশি।

  • 10/11

বক্সা টাইগার রিজার্ভের এফডি বুদ্ধরাজ শেওয়া জানিয়েছেন জঙ্গল সাফারির ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম আরোপ করা হয়েছে। যা মানতে হবে।

 

  • 11/11

পর্যটকরা জঙ্গল সাফারির সময় জঙ্গলে যে কোনও স্থানে নামতে পারবে না। বন দপ্তরের নতুন নির্ধারিত স্থানেই নামতে হবে।এবং বনদপ্তরের তৈরি করা রুট ম্যাপেই জঙ্গল সাফারি করতে হবে।

Advertisement
Advertisement