বড় গাড়ি নেওয়ার কথা ভাবছেন! অথচ বাজেট নেই। তাহলে আপনার সাধ ও সাধ্যের মধ্যে চলে এল সাত আসনের যান। চলুন দেখে নিনই সস্তায় ৮টি সেডান গাড়ি।
Renault Triber
কম বাজেটে ৭ আসনের বাহন কিনতে চাইলে রেনল্ট ট্রাইবারকে দেখতে পারেন। ২০১৯ সালে গাড়িটি লঞ্চ হয়েছিল। ১ লক্ষের বেশি গাড়ি বিক্রি হয়ে গিয়েছে। ভারতের মধ্যবিত্তদের জন্য দারুণ গাড়ি এটি। যে কোনও প্রিমিয়াম গাড়িকে টেক্কা দিতে পারে। ভারতীয় বাজারে ট্রাইবারের প্রাথমিক দাম ৫.৬৯ লক্ষ টাকা।
Renault Triber
Renault Triber গাড়িতে 999cc-র ৩টি সিলিন্ডারের ইঞ্জিন রয়েছে। এটি ৬২৫০ Rpm-এ 71 Hp অশ্বক্ষমতা আর ৩৫০০ Rpm-র ৯৬ Nm का টর্ক জেনারেট করে। Triber -এ রয়েছে ৮ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। দ্বিতীয় ও তৃতীয় আসনেও রয়েছে এসি বটন ও সুরক্ষার জন্য এয়ারব্যাগ।
Datsun Go Plus
ট্রাইবারের চেয়েও সস্তায় চাইলে ডাটসন গো প্লাস কিনতে পারেন। প্রাথমিক দাম ৪.২৫ লক্ষ টাকা। মধ্যবিত্ত পরিবারের জন্য একেবারে সঠিক গাড়ি। Datsun Go Plus-তে ১১৯৮cc-তে ৩টি সিলিন্ডার SOHC পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। 5000 Rpm-এ 67 (Hp) অশ্বশক্তির আর 4000 Rpm-এ 104 Nm-র টর্ক ইঞ্জিন রয়েছে।
Maruti Suzuki Eeco
মারুতির সবচেয়ে বেশি বিক্রিত গাড়ি মারুতি সুজুকি একো (Maruti Suzuki Eeco)। ৩ এবং ৭ আসনের দু'টি বিকল্পে উপলব্ধ এই গাড়ি। দাম শুরু ৪.৫৩ লক্ষ টাকা থেকে। একো-তে ইঞ্জিন ১১৯৬cc-র ৪ সিলিন্ডারের ইঞ্জিন ৬০০০ Rpm-এ ৭২.৪১ (Hp) অশ্বক্ষমতার ৩০০০ pm-এ ১০১ Nm-র টর্ক জেনারেট করে। মারুতির এই পেট্রোলচালিত গাড়ি প্রতি লিটারে ১৬.১১ কিলোমিটার চলে। ২১.৯৪ কিলোমিটার মাইলেজ সিএনজি গাড়ির।
Maruti Suzuki Ertiga
মারুতি সুজুকি আর্টিগা (Maruti Suzuki Ertiga) মধ্যবিত্ত পরিবারের জন্য দারুণ গাড়ি। ৭ আসনের এই যানের দাম ৮.১৩ লক্ষ টাকা। সিএনজি-তেও চলে এই গাড়ি।
Kia Carens
কিনতে পারেন কিয়া কারেন্সও। প্রাথমিক দাম ৮.৯৯ লক্ষ টাকা। হালেই গাড়িটি লঞ্চ করেছে সংস্থা।
অন্যান্য গাড়ি
টয়োটা ইনোভাও দেখতে পারেন। ৯.৬১ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে গাড়ির দর। Toyota Innova Crysta-র দাম অবশ্য ১৬ লক্ষ টাকা।
অন্যান্য গাড়ি
মাহিন্দ্রা মারাজ্জোর (Mahindra Marazzo) দাম ৯.৬১ লক্ষ টাকা।