Advertisement

FD Mistakes: FD করার সময় এই ৫ ভুল নয়, লাভের চেয়ে লোকসান বেশি

অনেকেই টাকা জমান ফিক্সড ডিপোজিটে। তাঁরা FD-এর নিশ্চয়তা ভালোবাসেন। তাই তাঁরা ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে করেন FD। তবে মাথায় রাখতে হবে, এফডি করার ক্ষেত্রে কিছু ভুল করে ফেলেন সাধারণ মানুষ। যার ফল তাদের ভুগতে হয়। তাই এই ভুলগুলি করা চলবে না। তাতে লস হতে পারে।

FD করার সময় ভুলFD করার সময় ভুল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Nov 2025,
  • अपडेटेड 4:11 PM IST
  • অনেকেই টাকা জমান ফিক্সড ডিপোজিটে
  • তাঁরা FD-এর নিশ্চয়তা ভালোবাসেন
  • এফডি করার ক্ষেত্রে কিছু ভুল করে ফেলেন সাধারণ মানুষ

অনেকেই টাকা জমান ফিক্সড ডিপোজিটে। তাঁরা FD-এর নিশ্চয়তা ভালোবাসেন। তাই তাঁরা ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে করেন FD। তবে মাথায় রাখতে হবে, এফডি করার ক্ষেত্রে কিছু ভুল করে ফেলেন সাধারণ মানুষ। যার ফল তাদের ভুগতে হয়। তাই এই ভুলগুলি করা চলবে না। তাতে লস হতে পারে।

কোনও লক্ষ্য না থাকা

অনেকেই FD করতে হবে বলে করে দেন। কোনও হিসেব করেন না। আর সেটাই বিপদ বাড়ায়। সেক্ষেত্রে সবার প্রথমে FD করার আগে নিজের লক্ষ্যটা ঠিক করতে হবে। যদি আপনি কম সময়ের কোনও লক্ষ্য পূরণ করতে চান, তাহলে শর্ট টার্ম এফডি করুন। কোনও সমস্যা নেই। তবে আপনার যদি বেশি সময়ের কোনও গোল থাকে, তাহলে ১০ বছর বা তার বেশি সময়ের লং টার্ম FD করে দিন। তাহলে রিটার্ন পাবেন ভাল।

রিসার্চ না করা

অনেকেই নিয়মিত FD করেন। কিন্তু তার আগে রিসার্চ করেন না। তারা শুধুমাত্র যেই জায়গায় এতদিন এফডি করছেন, সেখানেই করতে থাকেন। অন্য ব্যাঙ্ক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউট কত রিটার্ন দিচ্ছে, সেই দিকে রাখেন না খেয়াল। আর এটাই বিপদ বাড়ায়। তাই লোকসান হয়। সুতরাং এমন ভুল করা যাবে না।

টাকা তোলা যাবে কি না সেটা দেখা

এখন অনেক FD নির্দিষ্ট সময়ের জন্য টাকা রেখে দিতে হয় না। বরং ফ্লেক্সিবল অপশন পাওয়া যায়। অর্থাৎ আপনার প্রয়োজন হলে টাকাটা তুলে নিতে পারেন তখনই। এমন পরিস্থিতিতে কোনও বাড়তি টাকা দিতে হবে না। তাই চেষ্টা করুন এমন কোনও জায়গাতে বিনিয়োগ করার। তাহলেই প্রয়োজনের সময় টাকা পাবেন। আপনাকে অপেক্ষা করতে হবে না FD ম্যাচুরিটির জন্য।

ইনভেস্টমেন্টের দিকে নজর না রাখা

একবার এফডি করা দেওয়ার পর সেই দিকে অনেকেই নজর রাখেন না। তাতেই বিপদ বাড়ে। পোর্টফোলিও বিগড়ে যেতে থাকে।তাই এই ভুল আর করা যাবে না। নির্দিষ্ট সময় অন্তর আপনাকে নিজের এফডি ইনভেস্টমেন্টের দিকে তাকাতে হবে। তাহলেই পরিস্থিতি সম্পর্কে বুঝতে পারবেন। সেই মতো স্ট্র্যাটেজি বদল করাও সম্ভব হবে।

Advertisement

বেশি ইন্টারেস্টের পাওয়ার লোভ

কিছু কিছু ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অনেক বেশি সুদের লোভ দেখায়। আর তাতে টাকা রেখে অনেক সময় বিপদ বাড়ে। ঠিক মতো রিটার্ন পাওয়া যায় না। এমনকী টাকা উবে যেতে পারে। তাই বেশি ইন্টারেস্ট পাওয়ার লোভ করবেন না।

 

Read more!
Advertisement
Advertisement