Advertisement

Personal loan Interest: কম সুদে পার্সোনাল লোন চান? এই ৫ ভুল এড়ালেই কেল্লাফতে

অনেকেই পার্সোনাল লোন নিতে চান। এই লোন নিয়েই প্রয়োজনের সময় সামাল দেওয়ার অভিপ্রায় থাকে তাঁদের। যদিও অধিকাংশ মানুষই পার্সোনাল লোন নেন বেশি সুদে। আর এমনটা হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে।

পার্সোনাল লোনপার্সোনাল লোন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jan 2026,
  • अपडेटेड 2:05 PM IST
  • অনেকেই পার্সোনাল লোন নিতে চান
  • এই লোন নিয়েই প্রয়োজনের সময় সামাল দেওয়ার অভিপ্রায় থাকে তাঁদের
  • এমনটা হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে

অনেকেই পার্সোনাল লোন নিতে চান। এই লোন নিয়েই প্রয়োজনের সময় সামাল দেওয়ার অভিপ্রায় থাকে তাঁদের। যদিও অধিকাংশ মানুষই পার্সোনাল লোন নেন বেশি সুদে। আর এমনটা হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, পার্সোলান লোন নেওয়া খুব ভাল কিছু নয়। এই ঋণের সুদ এমনিতেই থাকে বেশি। তার উপর কিছু ভুল করলে আরও বেশি ইন্টারেস্ট চাপে। 

তাই পার্সোনাল লোন নেওয়ার ইচ্ছে থাকলে কয়েকটি ভুল এড়িয়ে যান। আর সেই সব ভুল সম্পর্কে আলোচনা হল নিবন্ধটিতে।

সিভিল স্কোর কম থাকা
অনেকেরই সিভিল স্কোর থাকে কমের দিকে। আর সেটাই সমস্যার বিষয়। এক্ষেত্রে বেশি ইন্টারেস্ট চার্জ করে ব্যাঙ্ক। তাই সবার প্রথমে সিভিল স্কোর বাড়াতে হবে। এই স্কোর পৌঁছে দিতে হবে ৭৫০-এর উপরে। সবথেকে ভাল হয় ৮০০-এর উপর সিভিল স্কোর থাকলে। তাহলেই কাজ হবে। দেখবেন কম ইন্টারেস্ট পাবেন। 

একাধিক লোন চলা
কিছু মানুষ লোন নিতে ভালবাসেন। তাঁদের লোন ছাড়া চলে না। আর এই কারণে তাঁরা একাধিক লোন নিয়ে ফেলেন। যার ফলে তাঁদের নতুন লোন নেওয়ার সময় বেশি সুদ দিতে হয়। তাই যাঁরা একাধিক লোন নিচ্ছেন, তাঁরা এই ভুল করবেন না। এমনটা করলে আদতে বিপদ হতে পারে। 

ক্রেডিট কার্ডের অপব্যবহার
অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করেন ভুলভাবে। তারা ঠিক সময় এর টাকা মেটান না। আর এই ভুলটা করেন বলেই বাড়ে বিপদ। তারা পরবর্তী সময় পার্সোনাল লোন নিতে গিয়ে বেশি ইন্টারেস্ট দেন। সুতরাং এই ভুল একবারেই করা চলবে না। 

সিকিওর ইনকাম না থাকা
আয় হতে হবে নিশ্চিত। তাহলেই ব্যাঙ্ক কম সুদে লোন দেবে। তাই লোন নিতে যাওয়ার আগে এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলেই দেখবেন কাজ হবে। মিটে যাবে সমস্যা।

এক্ষেত্রে চাকরি করলে নিজের ফর্ম ১৬ হাতে রাখুন। আর ব্যবসায়ীরা নিয়মিত ইনকাম ট্যাক্স দিন। তাহলেই দেখবেন লোন পাবেন সহজে এবং কম ইন্টারেস্টে।

Advertisement

একাধিক ব্যাঙ্কে না যাওয়া
অনেকে যে কোনও একটি ব্যাঙ্কে গিয়েই লোন নিয়ে নেন। একাধিক ব্যাঙ্কে ঘোরেন না। যার ফলে ওই ব্যাঙ্ক যেই সুদে লোন দেয়, তাতেই নিয়ে নেন। তবে এই ভুলটা এখন থেকে করবেন না। বরং এখন থেকে লোন নেওয়ার আগে একাধিক ব্যাঙ্কে যান। তাহলেই কাজ হবে।

 

Read more!
Advertisement
Advertisement