খাদ্য দফতর (Department of Food and Supplies) সূত্রে খবর, আগামী এপ্রিল মাস থেকেই রাজ্যে রেটিনা স্ক্যান পদ্ধতি চালু করা হবে। রেটিনা স্ক্যানের মাধ্যমে রেশন দেওয়ার এই প্রক্রিয়া দেশের মধ্যে প্রথম বাংলাতেই চালু হতে চলেছে খবর। ইতিমধ্যেই পাইলট প্রকল্প হিসেবে প্রতিটি জেলার অন্তত ৫টি করে রেশন দোকানে এই নতুন পদ্ধতি চালু করা হয়েছে। আগামীদিনে গোটা রাজ্যেই এই নতুন পদ্ধতিতে রেশন দেওয়া শুরু হবে। রেটিনা স্ক্যান করার মাধ্যমে রেশন দেওয়ার প্রক্রিয়া চালু হলে পুরো প্রক্রিয়াতে স্বচ্ছতা আসবে বলে আশাবাদী সরকার।
রাজ্যজুড়ে প্রায় ২১ হাজার রেশন দোকান রয়েছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেছেন, 'ন্যায্য মূল্যের দোকানগুলি প্রায়শই আধার যাচাইয়ের সময় আঙুলের ছাপ মেলাতে সমস্যার সম্মুখীন হয়। এই ধরনের রেটিনা স্ক্যানিং মেশিন চালানোর জন্য কিছু ধরণের প্রশিক্ষণ প্রয়োজন।'