টানা চড়ছে আদানি গোষ্ঠীর কোম্পানিগুলির শেয়ার। মঙ্গলবার শেয়ারবাজারে স্টক বেচে মুনাফা তুলেছেন বিনিয়োগকারীরা। এমন অধোগতির দিনেও তেজি আদানির শেয়ার। সপ্তাহের দ্বিতীয় দিনে বিএসই-তে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম ২,১৯৮ টাকায় পৌঁছে যায়। এটা এই শেয়ারের সর্বকালীন দর। আদানি পাওয়ারের শেয়ার ২৩২.৯ টাকায় পৌঁছে গিয়েছে।
মঙ্গলবার আদানি গ্রিন এনার্জির শেয়ার ২,২০৮.৭৫ টাকায় পৌঁছয়। এটাই এই শেয়ারের রেকর্ড দাম। সোমবার কোম্পানির স্টক ২,১১৬.৬০ টাকায় থিতু হয়েছিল। অন্যদিকে, আদানি উইলমারের স্টক ৫৮০.২০ টাকায় চলে গিয়েছে। বাজার পড়তির দিকে ছিল তখনও সবুজে আদানির শেয়ার। মঙ্গলবার সেনসেক্স ৪৩৫.২৪ অঙ্ক ০.৭২ শতাংশ পড়ে থিতু হয়েছে ৬০১৭৬.৫০-এ। এনএসই নিফটি ৯৬ অঙ্ক বা ০.৫৩ শতাংশ পড়ে ১৭,৯৫৭.৪০-এ বন্ধ হয়েছে।
বিএসই-তে আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজেজ ৬.৪১ শতাংশ বেড়ে ২.১৯৮ টাকায় চলে গিয়েছে। এই লার্জ ক্যাপ স্টক গত ৯ দিনে ১৮.৭৩ শতাংশ বেড়েছে। আদানি এন্টারপ্রাইজেজ का ৫,২০, ৫০, ১০০ এবং ২০০ দিনের মুভিং অ্যাভারেজে রয়েছে।
আদানি টোটাল গ্যাস লিমিটেডের শেয়ারের মূল্য মঙ্গলবার ৪.৬৮ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছে ২,৪৮৫ টাকায়। এটাই গত ৫২ সপ্তাহে সর্বোচ্চ দাম। আদানি ট্রান্সমিশন শেয়ার দর ১.১০ শতাংশ উপরে উঠেছে। থিতু হয়েছে ২,৪৫৩.৩৫ টাকায়। একটা সময় শেয়ারের দাম ২,৫১৫ টাকায় চলে গিয়েছিল। এদিকে, আদানি পোর্টসের শেয়ার ৩.৫২ শতাংশ বেড়ে বন্ধ হয়েছে ৮৪৭.৫৫ টাকায়।