Advertisement

Stock Market Rise: খারাপ শুরু করেও বাম্পার লাফ শেয়ারবাজারের, কোন কোন স্টকে মালামাল?

গত কয়েকদিন পড়েছে শেয়ারবাজার। আর সেই ধারা বজায় রেখে আজও রেড জোনে শুরু করেছিল নিফটি এবং সেনসেক্স। তবে কিছুটা সময় যাওয়ার পরই টেবিল উল্টে যায়। হুট করে চড়তে শুরু করে স্টকমার্কেট। সেনসেক্স বেড়ে যায় প্রায় ১৮০ পয়েন্ট। আর নিফটি বেড়েছে প্রায় ৫০ পয়েন্ট। আর শেয়ারবাজারে এই গতি আসার পিছনে একাধিক আইটি সংস্থার স্টকের হাত রয়েছে বলেই আপাতভাবে মনে করছেন বিশেষজ্ঞরা।

শেয়ারমার্কেট হঠাৎ উঠছে কেন?শেয়ারমার্কেট হঠাৎ উঠছে কেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Dec 2025,
  • अपडेटेड 11:08 AM IST
  • গত কয়েকদিন পড়েছে শেয়ারবাজার
  • সেই ধারা বজায় রেখে আজও রেড জোনে শুরু করেছিল নিফটি এবং সেনসেক্স
  • হুট করে চড়তে শুরু করে স্টকমার্কেট

গত কয়েকদিন পড়েছে শেয়ারবাজার। আর সেই ধারা বজায় রেখে আজও রেড জোনে শুরু করেছিল নিফটি এবং সেনসেক্স। তবে কিছুটা সময় যাওয়ার পরই টেবিল উল্টে যায়। হুট করে চড়তে শুরু করে স্টকমার্কেট।

সেনসেক্স বেড়ে যায় প্রায় ১৮০ পয়েন্ট। আর নিফটি বেড়েছে প্রায় ৫০ পয়েন্ট। আর শেয়ারবাজারে এই গতি আসার পিছনে একাধিক আইটি সংস্থার স্টকের হাত রয়েছে বলেই আপাতভাবে মনে করছেন বিশেষজ্ঞরা।

সেনসেক্স এবং নিফটির গতিবিধি...

বৃহস্পতিবার স্টক মার্কেট খোলার সময়ই ১১৯ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। বুধবার এই সূচক শেষ করে ৮৫১০৬ পয়েন্ট। তবে আজ দিনের শুরুতে সেটা খোলে মাত্র ৮৪৯৮৭ পয়েন্টে। তবে মাত্র ৩০ মিনিটের মধ্যেই খেলা ঘুরে যায়। গ্রিন জোনে উঠে আসে সেনসেক্স। যার ফলে গ্রিন জোনে চলে যায় সেনসেক্স। এটি ১৮০ পয়েন্ট উঠে ৮৫২৯৭-তে ট্রেড করতে থাকে।

ও দিকে নিফটিরও আজ হালচাল ছিল সেনসেক্সের মতোই। এটিও শুরুতে পড়ে যায় কিছু পয়েন্ট। আসলে বুধবার ২৫৯৮৬ পয়েন্টে শেষ করে বাজার। আর আজ দিনের শুরুতে নিফটি খোলে ২৫৯৩৮ পয়েন্টে। কিন্তু এই খারাপ সময়টা বেশিক্ষণের জন্য স্থায়ী ছিল না। সেনসেক্সের মতোই বাড়তে শুরু করে দেয় নিফটি। এটি পৌঁছে যায় ২৬০২৬ পয়েন্টে।

কোন কোন স্টকে গতি এসেছে?

বিশেষজ্ঞদের মতে, আজ শেয়ারবাজারে গতি এনেছে কিছু আইটি স্টক। এগুলির মধ্যে টিসিএস ১.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে দিনের শুরুতেই। এছাড়া টেক মহিন্দ্রা ১.৯০ শতাংশ, এইচসিএল টেক ১.৬০ শতাংশ বেড়েছে লার্জক্যাপ ক্যাটাগরিতে।

এছাড়া পেট্রোনেটের শেয়ার ৩.৭০ শতাংশ, এলটিটিএস শেয়ার ২.৬১ শতাংশ, কোফর্জের শেয়ার ২ শতাংশ এবং কেপিআই শেয়ার ১.৯০ শতাংশ মিডক্যাপ সেক্টরে বৃদ্ধি পেয়েছে। এছাড়া স্মলক্যাপ সেক্টরে মুক্কা প্রোটিন শেক ১৪.০ শতাংশ, নেকলাইফ শেয়ারলাইফ ১৩.১১ শতাংশ এবং লক্ষ্মী ডেন্টাল শেয়ার ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কোন কোন স্টক পড়ল?

এ দিন পড়ে গিয়েছে ইটারনালের শেয়ার। এটি ১.৪৪ শতাংশ নেমেছে। পাশাপাশি মারুতির শেয়ার ১ শতাংশ নেমে এসেছে। এছাড়া বায়োকন ৩.৬৩ শতাংশ, কেয়নস ২.৮১ শতাংশ, পাওয়ার ইন্ডিয়া ২.৫০ শতাংশ এবং ওলা ইলেকট্রিক ১.৮৪ শতাংশ নীচে ট্রেড করছে।

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।
 

Read more!
Advertisement
Advertisement