Advertisement

Amazon Great Indian Festival Sale: স্মার্টফোন থেকে স্মার্ট বাল্ব, সেরা সেরা আইটেম জলের দরে, Best Offers দেখে নিন

দুর্গাপুজো শেষ। তাতে কী? সামনেই দীপাবলি। আর তার আগে আমাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২৫ এ দুর্দান্ত সব অফার পাবেন।

 উৎসবের কেনাকাটার জন্য দারুণ সুযোগ। উৎসবের কেনাকাটার জন্য দারুণ সুযোগ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Oct 2025,
  • अपडेटेड 12:26 PM IST
  • আমাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২৫ এ দুর্দান্ত সব অফার পাবেন।
  • স্মার্ট বাল্ব থেকে শুরু করে স্মার্টফোন, সবতেই ভাল ভাল অফার রয়েছে।
  • আসুন এক নজরে বিভিন্ন অফারের বিষয়ে জেনে নেওয়া যাক।

দুর্গাপুজো শেষ। তাতে কী? সামনেই দীপাবলি। আর তার আগে আমাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২৫ এ দুর্দান্ত সব অফার পাবেন। স্মার্ট বাল্ব থেকে শুরু করে স্মার্টফোন, সবতেই ভাল ভাল অফার রয়েছে। আসুন এক নজরে বিভিন্ন অফারের বিষয়ে জেনে নেওয়া যাক।

স্মার্ট বাল্বে দুর্দান্ত ছাড়
সবচেয়ে সাশ্রয়ী অফারের মধ্যে রয়েছে Philips WiZ 9W E27 Smart Bulb। এর দাম নামানো হয়েছে ১,৯৯৯ টাকা থেকে মাত্র ৪৪৯ টাকায়। Wi-Fi কানেক্টিভিটি, ১ কোটি ৬০ লক্ষ রঙের অপশন, আর Alexa ও Siri ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে মোবাইল থেকে কন্ট্রোল করার সুবিধা মিলছে এই বাল্বে। এছাড়াও এসবিআই ডেবিট, ক্রেডিট কার্ড আর EMI ট্রানজ্যাকশনে মিলছে অতিরিক্ত ১০% ছাড়। রয়েছে নো-কস্ট EMI-র সুবিধাও।

শুধু বাল্ব নয়, আরও অনেক অফার
এই সেলে শুধু স্মার্ট বাল্ব নয়, নিরাপত্তা ক্যামেরাতেও মিলছে সর্বাধিক ৮৫% পর্যন্ত ছাড়। পাশাপাশি ৫ স্টার রেটেড ওয়াশিং মেশিনেও থাকছে বিশেষ অফার।

আইফোনে ছাড়
যাঁরা নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্যও দারুণ সুযোগ। বিশেষ করে অ্যাপলের আইফোন ১৬ আর আইফোন ১৫ এখন মিলছে বড় ছাড়ে।

iPhone 16: লঞ্চ হয়েছিল ৭৯,৯০০ টাকায়, কিন্তু সেলে পাওয়া যাচ্ছে ৬৬,৯৯০ টাকায়। এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করলে মিলবে আরও ৩,০০০ টাকার ছাড়। পুরনো ফোন এক্সচেঞ্জ করলে কার্যত দাম নামতে পারে ৫২,৬০০ টাকা পর্যন্ত।

iPhone 15: আগের জেনারেশনের এই মডেলটির দাম নামানো হয়েছে ৬৯,৯০০ টাকা থেকে ৪৭,৯৯৯ টাকায়। অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্ক কার্ডে মিলছে অতিরিক্ত ক্যাশব্যাক। EMI অপশন শুরু হচ্ছে মাসে মাত্র ২,৩২৭ টাকা থেকে। এক্সচেঞ্জ অফারে পাওয়া যেতে পারে সর্বাধিক ৪৩,৮৫০ টাকার মূল্যছাড়।

শেষ সুযোগ
আমাজন জানিয়েছে, খুব শীঘ্রই এই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল শেষ হতে চলেছে। তাই শেষ মুহূর্তের কেনাকাটার জন্য এটাই শেষ সুযোগ। স্মার্ট বাল্ব থেকে শুরু করে লেটেস্ট আইফোন, সবই এখন হাতের নাগালে পাবেন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement